ঢাকা, রবিবার   ১২ জানুয়ারি ২০২৫

থমথমে পরিস্থিতিতে কাদের মির্জার সভা স্থগিত

নোয়াখালী প্রতিনিধি

প্রকাশিত : ১৯:০০, ৩ ফেব্রুয়ারি ২০২২ | আপডেট: ১৯:০৫, ৩ ফেব্রুয়ারি ২০২২

নোয়াখালীর কোম্পানীগঞ্জে ইউপি নির্বাচনকে কেন্দ্র করে বসুরহাটের মেয়র আবদুল কাদের মির্জার ছেলে তাসিক কাদের মির্জার উপর হামলার ঘটনায় পুরো এলাকা থমথমে পরিস্থিতি বিরাজ করছে।

বৃহস্পতিবার (৩ ফেব্রুয়ারি) বিকেলে বসুরহাট পৌরসভার মেয়র আবদুল কাদের মির্জা প্রতিবাদ সভার আয়োজন করেছে। তবে সংঘাত এড়াতে প্রশাসনের অনুরোধে দুপুরে তিনি রামপুুর ইউনিয়নের বামনী বাজারে উপস্থিত হয়ে প্রতিবাদ সভা স্থগিত করেন। এদিকে অনাকাঙ্ক্ষিত ঘটনা এড়াতে রামপুর ইউনিয়নের বামনী বাজারে অতিরিক্ত পুলিশ মোতায়েন রয়েছে।

এর আগে বুধবার (২ ফেব্রুয়ারি) দুপুরে রামপুরে আনারস প্রতীকের প্রার্থীর কর্মী সাবেক ইউপি চেয়ারম্যান আনছার উল্যাহকে লাঞ্ছিতের অভিযোগে সন্ধ্যায় বামনী বাজারে কাদের মির্জার ছেলে তাসিক মির্জার উপর হামলার ঘটনা ঘটে। ওই হামলা থামাতে গিয়ে কোম্পানীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. সাজ্জাদ রোমনসহ সাত পুলিশ সদস্য আহত হন।

এ ঘটনায় পুলিশের উপপরিদর্শক (এসআই) মো. আবদুল আউয়াল সুমন বাদি হয়ে রাতে দুইপক্ষের ১৬ জনের নাম উল্লেখ করে পুলিশ অ্যাসল্ট মামলা করেছেন। মামলা অজ্ঞাত আরও এক-দেড়শ জনকে আসামি করা হয়েছে।

এদিকে মামলার খবরে পুরো এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়েছে। বামনী বাজারে অতিরিক্ত পুলিশ অবস্থান করায় অনেক নেতাকর্মী ঘা-ঢাকা দিয়েছে।

এসি

 


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি