ঢাকা, বুধবার   ১৫ জানুয়ারি ২০২৫

মেহেরপুরে হেলে পড়েছে দ্বিতল ভবন

মেহেরপুর প্রতিনিধি

প্রকাশিত : ১১:২৫, ৪ ফেব্রুয়ারি ২০২২

মেহেরপুরের গাংনীতে একটি দ্বিতল ভবন হেলে পড়েছে। ভবনটি ধসে যেতে পারে যে কোন সময়। ইমারত নীতিমালা ও পৌরসভার ভবন আইন লঙ্ঘন করে মাটি কাটার কারণে ওই ভবনের নীচের অংশ ধসে গিয়ে এমন অবস্থার সৃষ্টি হয়েছে। 

শুক্রবার সকাল থেকে শুরু হয়েছে ঝুম বৃষ্টি। বিল্ডিংয়ের আশেপাশের আলগা মাটি ধুয়ে যাচ্ছে। ফলে বিল্ডিংটি ধসে পড়ার শঙ্কা আরও প্রবল হচ্ছে। 

এ ঘটনায় ওই ভবনের বাসিন্দারা আতংকিত হয়ে ভবন ছেড়ে অন্য বাড়িতে অবস্থান নিয়েছেন। 

এ অবস্থায় অভিযুক্তের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার জন্য পৌর মেয়র ও গাংনী উপজেলা নির্বাহী অফিসারের কাছে লিখিত অভিযোগ করেছেন ভুক্তভুগী আব্দুল আলিম।

বাড়ির মালিক ষোলটাকা ইউনিয়নের বানিয়াপুর গ্রামের আব্দুল আলিম বলেন, ‘১৯৯৫ সালে গাংনী-হাটবোয়ালিয়া সড়কের ঈদগা পাড়ায় ৩ শতক জমির উপর দ্বিতলভবন নির্মাণ করে বসবাস করে আসছিলেন। হঠাৎ বৃহস্পতিবার হারদী ডিগ্রী কলেজের প্রভাষক ও বানিয়াপুকুর গ্রামের বাসিন্দা নজরুল ইসলাম তার বাড়ির পশে বাড়ি নির্মাণের জন্য এসকেভেটর দিয়ে মাটি কাটা শুরু করেন। মাটি কাটতে কাটতে বাড়ির নীচ পর্যন্ত চলে আসে। এতে বাড়ির নীচের অংশ ধসে যায়।’

আব্দুল আলিমের স্ত্রী জেসমিন খাতুন কান্নাবিজড়িত কন্ঠে বলেন, অনেক কষ্ট করে জীবনের সব আয় দিয়ে দ্বিতল ভবন নির্মাণ করে বসবাস করছিলাম। বাড়ির কিছু অংশ ভাড়া দিয়ে জীবন জীবিকা নির্বাহ করে আসছি আমরা। কিন্তু তাদের স্বপ্নের ঘর এখন ভেঙ্গে পড়ার উপক্রম হয়েছে। তিনি অভিযুক্তের বিচারের পাশাপাশি ক্ষতিপুরণের দাবি জানান।

তবে কলেজ শিক্ষক নজরুল ইসলাম বলেন, নতুন বাড়ি নির্মাণ করতে যেয়ে এমন ঘটনা ঘটে গেছে। কি আর করার। তবে ভবনটাকে রক্ষা করার চেষ্টা চলছে। সমস্যা হয়েছে সমাধান একটা হবে। তাকে এ বিষয়ে সুপরামর্শ দিয়ে সহায়তা করার আহবান জানান তিনি।
   
গাংনী পৌর মেয়র আহমেদ আলী বলেন, প্রভাষক নজরুল ইসলাম ভবন অনুমোদনের শর্ত ভঙ্গ করে মাটি কেটেছে। সব সময় জোর করে সব কিছু করা যায়না। আমরা লিখিত অভিযোগ পেয়েছি। এ বিষয়ে আইনের বিধিবিধান দেখা হচ্ছে। সব কিছু দেখে শুনে অবশ্যই আইন অনুযায়ী অভিযুক্তের বিরুদ্ধে ব্যবস্থা নেয়া হবে।

উপজেলা নির্বাহী কর্মকর্তা মৌসুমি খানম বলেন, ক্ষতিগ্রস্ত ভবন মালিক আব্দুল আলিম লিখিত অভিযোগ দায়ের করেছেন। বিষয়টি পৌর মেয়রের সাথে আলোচনা করেছি। ক্ষতিগ্রস্ত আব্দুল আলিম যাতে সব ধরনের আইনি সহায়তা পান সে ব্যবস্থা করা হবে বলে জানান তিনি।

এএইচ/


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি