ঢাকা, মঙ্গলবার   ২৪ ডিসেম্বর ২০২৪

বেগমগঞ্জে বিস্ফোরক মামলার আসামি সম্রাট গ্রেপ্তার

নোয়াখালী প্রতিনিধি

প্রকাশিত : ১৪:১০, ৪ ফেব্রুয়ারি ২০২২

নোয়াখালীর বেগমগঞ্জ উপজেলার গোপালপুর ইউনিয়নে অভিযান চালিয়ে বিস্ফোরকসহ তিন মামলার পলাতক আসামি রকিবুর রহমান সম্রাট (২৮) নামের এক যুবককে আটক করেছে র‌্যাব।

শুক্রবার সকালে তাকে বেগমগঞ্জ থানার মাধ্যমে কারাগারে প্রেরণ করা হয়েছে। গ্রেপ্তারকৃত সম্রাট গোপালপুর ইউনিয়নের বসন্তবাগ গ্রামের মৃত গোলাপ রহমানের ছেলে।

র‌্যাব জানায়, গোপন সংবাদের ভিত্তিতে বৃহস্পতিবার রাতে গোপালপুর ইউনিয়নের বাংলা বাজার এলাকায় অভিযান চালায় র‌্যাব-১১ একটি দল। এসময় বেগমগঞ্জ থানায় দায়ের করা ১৯০৮ সালের বিস্ফোরক দ্রব্য আইনসহ তিন মামলার ওয়ারেন্টভুক্ত আসামি সম্রাটকে গ্রেপ্তার করা হয়।

র‌্যাব-১১ নোয়াখালী ক্যাম্পের কোম্পানী কমান্ডার অতিরিক্ত পুলিশ সুপার খন্দকার মো. শামীম হোসেন বিষয়টি নিশ্চিত করে বলেন, আসামি সম্রাট গ্রেপ্তার এড়াতে দীর্ঘদিন পর্যন্ত বিভিন্ন স্থানে পালিয়ে ছিল।

এএইচ/


Ekushey Television Ltd.










© ২০২৪ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি