ঢাকা, রবিবার   ২৪ নভেম্বর ২০২৪

মাঘের লাগাতার বৃষ্টিতে নাটোরে জনজীবনে স্থবিরতা

নাটোর প্রতিনিধি

প্রকাশিত : ১৬:১৬, ৪ ফেব্রুয়ারি ২০২২

শৈত্য প্রবাহ কেটে গেলেও মাঘের শেষে লাগাতার বৃষ্টিতে বিপাকে পড়েছেন উত্তরের জেলা নাটোরের মানুষ। বৃহস্পতিবার রাত থেকে টানা বৃষ্টিতে জনজীবনে স্থবিরতা নেমে এসেছে। 

মধ্য রাতে মুষলধারে বৃষ্টিপাতের পর শুক্রবার সকাল থেকে আবারও শুরু হয়েছে গুড়ি গুড়ি বৃষ্টি। এই অবিরাম বৃষ্টির কারণে রাস্তাঘাট জনশূন্য হয়ে পড়েছে। 

গত দুই দিন শীত কম থাকার পর আবারও এই বৃষ্টি শুরু হওয়ায় খেটে খাওয়া মানুষগুলো পড়েছে বিপাকে। কাজের সন্ধানে বের হতে না পারায় তাদের আয়ের পথ বন্ধ হয়ে গেছে। 

শীতজনিত সমস্যা দূর হওয়ার পর ফিরে আসা স্বস্তিতে আবারও ভাটা পড়েছে শ্রমজীবী মানুষের। 

শুক্রবার সকালে রাস্তায় কোন মানুষ না থাকায় রিক্সা ও অটোরিক্সা চালকরা যাত্রী না পেয়ে হতাশ। যে দুই একটি অটো বা রিক্সা চলছে তারাও যাত্রী পাচ্ছে না।

তবে, এই বৃষ্টিতে গম, ভুট্টাসহ উঠতি রবি ফসলের উপকার হবে বলে জানিয়েছেন কৃষকসহ স্থানীয় কৃষি কর্মকর্তারা।

এএইচ/


Ekushey Television Ltd.










© ২০২৪ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি