ঢাকা, রবিবার   ২০ এপ্রিল ২০২৫

Ekushey Television Ltd.

মৌলভীবাজারে ব্যাডমিন্টন টুর্নামেন্টের ফাইনাল অনুষ্ঠিত

মৌলভীবাজার প্রতিনিধি:

প্রকাশিত : ১৭:৫৭, ৪ ফেব্রুয়ারি ২০২২

Ekushey Television Ltd.

মৌলভীবাজারের শ্রীমঙ্গলে শেষ হয়েছে স্বর্গীয় সুশীল চক্রবর্তী অনুর্ধ পনের ব্যাডমিন্টন টুর্নামেন্টের ফাইনাল। বৃহস্পতিবার রাতে জেলার শ্রীমঙ্গল সবুজবাগ আবাসিক এলাকার ঠাকুর পাড়ায় কাতার প্রবাসী সুব্রত চক্রবর্তী আয়োজিত এ টুর্নামেন্টে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন শ্রীমঙ্গল উপজেলা নির্বাহী কর্মকর্তা নজরুল ইসলাম। 

ব্যাডমিন্টন প্রশিক্ষক মিন্টু দেব এর সভাপতিত্বে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ৩নং শ্রীমঙ্গল ইউনিয়নের নব নির্বাচিত চেয়ারম্যান মো: দুদু মিয়া, অধ্যাপক রজত শুভ্র চক্রবর্তী, প্রেসক্লাব সাধারণ সম্পাদক বিকুল চক্রবর্তী, নব নির্বাডঢ়ু ইউনিয়ন পরিষদ সদস্য পিয়াস দাশ, হারাণ চক্রবর্তী ও শুকান্ত চক্রবর্তী। টুর্নামেন্টে বিভিন্ন ভাবে অবদান রাখায় অবসর প্রাপ্ত সহকারী পুলিশ সুপার আশীষ কুমার দাশ, হারাণ চক্রবর্তী, নিতাই চক্রবর্তী, ফজলুর রহমান ও মিন্টু দেবকে দেয়া হয় সম্মাননা।

মাস ব্যাপী এ টুর্নামেন্টে ৩২টি দল অংশ নেয়। ফাইনালে চ্যাম্পিয়ান হয় “ক্লাসিক স্টার” ও রার্নাস আপ হয় “প্রান্ত সাথী”। 

আরকে//
 


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি