ঢাকা, শনিবার   ০৫ এপ্রিল ২০২৫

Ekushey Television Ltd.

চরম নাব্য সংকটে সুনামগঞ্জের বউলাই ও রক্তি নদী

সুনামগঞ্জ প্রতিনিধি

প্রকাশিত : ১৩:০৯, ৫ ফেব্রুয়ারি ২০২২

Ekushey Television Ltd.

বউলাই আবুয়া ও রক্তি নদীতে নাব্য সংকটের কারণে শতশত বালি পাথর বোঝাই বাল্কহেড আটকা পড়েছে। নৌযটের কারণে সীমাহীন দুর্ভোগে পড়েছেন ব্যবসায়ী, শ্রমিক ও মালিকরা। ১ মাস যাবৎ তাদের মালামাল বোঝাই নৌকাগুলো নদীতে আটকা পড়ে আছে। 

সুনামগঞ্জে জামালগঞ্জ উপজেলার বেহেলী ইউনিয়নের বউলাই নদীর তীরবর্তী বেহালী, রহমতপুর, পৈন্ডুপ, হিজলা হরিণাকান্দি আলীপুর, বদরপুর এলাকায় নাব্য সংকটের কারণে কয়েকশ’ বালিপাথর বোঝাই নৌযান আটকা পড়েছে। নাব্য সংকটের কারণে ৩ ঘন্টার নৌপথ পারি দিতে তাদের ৫ থেকে ১০ দিন লাগছে।

পলি ভরাট হয়ে নদীর তলদেশ ভরাট হয়ে যাওয়ায় সংকীর্ণ পথ দিয়ে একটি একটি করে নৌকা চলাচল করতে হয়। ১৯ কিলোমিটার দীর্ঘ বাউলাই নদীর ১৫ কিলোমিটার এলাকা জুড়ে ছোট বড় অসংখ্য চর পড়েছে। 

নৌযান শ্রমিকদের অভিযোগ, নদীগুলো খনন না করায় এরুটে প্রতিনিয়ত সমস্যায় পড়ছেন তারা। তাদের দাবি দ্রুত নদী খনন করে নাব্যতা ফিরিয়ে আনা হোক। 

এদিকে পানি উন্নয়ন বোর্ড জানায়, নদী খননের জন্য একটি প্রকল্প গ্রহণ করা হয়েছে। 

স্থানীয় এলাকাবাসীরা বলেন, ৫ বছর যাবৎ এ অবস্থা চলছে। কিন্তু নদী খননের কোন উদ্যোগ নেই পানি উন্নয়ন বোর্ডের।

বেহেলী ইউনিয়ন পরিষদের নবনির্বাচিত চেয়াম্যান সুব্রত সামন্ত সরকার বলেন, নদী খনন না করায় এ সমস্যার সৃষ্টি হয়েছে।

সুনামগঞ্জ পানি উন্নয়ন বোর্ডের নির্বাহী প্রকৌশলী মোঃ জুহুরুল ইসলাম বলেন, নদী খননের জন্য প্রকল্প গ্রহণ করা হয়েছে অনুমোদনের অপেক্ষায় রয়েছে।

এএইচ/


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি