ঢাকা, মঙ্গলবার   ২৪ ডিসেম্বর ২০২৪

শার্শায় পানিতে ডুবে শিশুর মৃত্যু

বেনাপোল প্রতিনিধি :

প্রকাশিত : ১৭:৫১, ৫ ফেব্রুয়ারি ২০২২

যশোরের শার্শায় পানিতে ডুবে তাসকিন (৪) নামে এক শিশু মারা গেছে। শনিবার (৫ ফেব্রুয়ারি) দুপুরের সময় উপজেলার বাগআঁচড়া ইউনিয়নের বসতপুর গ্রামে এ ঘটনাটি ঘটে। নিহত তাসকিন ওই গ্রামের কবির হোসেনের ছেলে।

জানা যায়, শনিবার দুপুরের দিকে বাড়ির উঠানে খেলা করছিল তাসকিন। হঠাৎ তাকে দেখতে না পেয়ে পরিবারের লোকজন খোঁজাখুঁজি শুরু করে। পরে বাড়ির পিছনে পুকুরে তাকে ভাসমান অবস্থায় স্থানীয়রা দেখতে পেয়ে পরিবারের খবর দেয়। পরে স্বজনেরা তাকে উদ্ধার করে স্থানীয় ক্লিনিকে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষনা করেন। 

বাগআঁচড়া পুলিশ তদন্ত কেন্দ্রের ইনচার্জ পরিদর্শক ফরিদ ভূইয়া ঘটনার সত্যতা স্বীকার করে বলেন, এ ঘটনায় এলাকায় শোকের ছায়া নেমে এসেছে। 

আরকে//


Ekushey Television Ltd.










© ২০২৪ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি