ঢাকা, মঙ্গলবার   ২৪ ডিসেম্বর ২০২৪

হিলিতে ৩ বছরের সাজাপ্রাপ্ত পলাতক আসামী গ্রেফতার 

হিলি প্রতিনিধি

প্রকাশিত : ১৮:৪৩, ৫ ফেব্রুয়ারি ২০২২

দিনাজপুরের হিলিতে বিশেষ অভিযান চালিয়ে ফয়জার আলী (৪৫) নামের ৩বছরের সাজাপ্রাপ্ত পলাতক এক আসামীকে গ্রেফতার করেছে পুলিশ।

শুক্রবার দিবাগত রাত সাড়ে ৩টায় হিলির চন্ডিপুর এলাকায় অভিযান চালিয়ে তার নিজ বাড়ি থেকে তাকে গ্রেফতার করে পুলিশ। সে ওই এলাকার মৃত মোহাম্মদ আলীর ছেলে।

হাকিমপুর থানার ওসি খায়রুল বাশার শামিম বলেন, “গোপন সংবাদের ভিত্তিতে পুলিশের একটি বিশেষ দল শুক্রবার দিবাগত রাতে অভিযান চালিয়ে ফয়জার আলীকে তার নিজ বাড়ি থেকে গ্রেফতার করা হয়।” 

তার বিরুদ্ধে জয়পুরহাটের পাচবিবি থানার বিশেষ ক্ষমতা আইনের একটি মামলায় ৩ বছরের শশ্রম কারাদন্ড, ৩ হাজার টাকা অর্থদন্ড অনাদায়ে ১মাসের বিনাশ্রম কারাদন্ডে দন্ডিত ছিলেন। ওই মামলায় তার বিরুদ্ধে আদালত কর্তক গ্রেফতারি পরোয়ানা জারি ছিল কিন্তু তিনি দীর্ঘদিন ধরেই পলাতক ছিল। 

এছাড়া তার বিরুদ্ধে হাকিমপুর থানার একটি মামলাতেও গ্রেফতারী পরোয়ানা পাওয়া যায়।পরে বিধি মোতাবেক তাকে শনিবার সকালে দিনাজপুর আদালতে প্রেরন করা হয়।

আরকে//


Ekushey Television Ltd.










© ২০২৪ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি