ঢাকা, মঙ্গলবার   ০৫ নভেম্বর ২০২৪

সাগরে ট্রলারডুবি, দুই জেলের লাশ উদ্ধার

মোংলা প্রতিনিধি

প্রকাশিত : ২১:২৪, ৫ ফেব্রুয়ারি ২০২২

ঝড়ের কবলে বঙ্গোপসাগরে ডুবে যাওয়া ট্রলারডুবির ঘটনায় এখন পর্যন্ত দুইজনের মরদেহ উদ্ধার করা হয়েছে। এদের মধ্যে-বাগেরহাটের বাসাবাটি এলাকার আনোয়ার শেখের ছেলে আল মামুন শেখ এবং পিরোজপুর জেলার মঠবাড়িয়া উপজেলার আজিজ খাঁর ছেলে ইসমাইল শেখ।

শনিবার (৫ ফেব্রুয়ারি) সন্ধ্যা পৌনে ৭ টায় তাদের মরদেহ উদ্ধারের খবর নিশ্চিত করে কোস্টগার্ড।

শুক্রবার (৪ ফেব্রুয়ারি) রাত ১০ টার দিকে বঙ্গোপসাগরের দুবলার চর এলাকায় ঝড়ের কবলে পড়ে ১৮ টি মাছ ধরার ট্রলার ডুবে যায়। এর একদিন পর এই দুইজনের মৃতদেহ উদ্ধার হলেও এখনও নিখোঁজ রয়েছেন অনেক জেলে।

দুবলার ফরেষ্ট ক্যাম্পের ওসি প্রহ্লাদ চন্দ্র রায়ের তথ্যমতে এখনও ১৩ জেলে নিখোঁজ রয়েছেন। তবে এর সংখ্যা আরও বাড়তে পারে বলে জানান তিনি। এসব জেলেরা দুবলার চরে শুটকি প্রক্রিয়াকরণে শুক্রবার মাছ ধরতে সমুদ্রে যায়। তবে হঠাৎ ঝড়ের কবলে পড়ে তাদের ১৮ টি মাছ ধরার ট্রলার ডুবে যায়। যোগ করেন ওসি প্রহ্লাদ।

দুবলা ফিশারম্যান গ্রুপের সভাপতি কামাল উদ্দিন আহম্মেদ মুঠোফোনে জানান, শুক্রবার রাতে ট্রলারডুবির ঘটনায় এ পর্যন্ত ১৫০ জন জেলে জীবিত অন্য মাছ ধরা ট্রলারের সাহায্যে কুলে উঠতে পেরেছেন। এখনও অনেক জেলে নিখোঁজ রয়েছেন। হয়তো তারা বেঁচে নেই। শীতকাল তাই তাদের মরদেহ ভেসে উঠতে সময় লাগবে বলেও জানান তিনি।

এদিকে নিখোঁজদের উদ্ধারে কোস্টগার্ড, বনবিভাগ ও দুবলা ফিশারম্যান গ্রুপ চেষ্টা চালাচ্ছেন বলে জানান সুন্দরবন বিভাগের দুবলা কোস্টগার্ড কন্টিনজেন্ট কমান্ডার ও চীফ পেটি অফিসার মোঃ মাসুম বিল্লাহ।

এসি

 


Ekushey Television Ltd.










© ২০২৪ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি