ঢাকা, সোমবার   ০৭ এপ্রিল ২০২৫

Ekushey Television Ltd.

মাদ্রাসা শিক্ষার্থীকে ধর্ষণের অভিযোগে বৃদ্ধ আটক

জয়পুরহাট প্রতিনিধি

প্রকাশিত : ০৮:৪৭, ৬ ফেব্রুয়ারি ২০২২

Ekushey Television Ltd.

জয়পুরহাটের ক্ষেতলাল উপজেলার তিলাবদুল মধ্যপাড়া এলাকায় মাদ্রাসাপড়ুয়া ১২ বছরের এক শিক্ষার্থীকে  ধর্ষণের অভিযোগে ইছাহাক আলী নামে ষাটোর্ধ এক বৃদ্ধকে গ্রেপ্তার করেছে র‌্যাব।

শনিবার দুপুরে জয়পুরহাট র‌্যাব ক্যাম্পে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এ তথ্য নিশ্চিত করেন জয়পুরহাট র‌্যাব ক্যাম্পের কোম্পানী অধিনায়ক জাহিদুল ইসলাম। 

গ্রেপ্তার ইছাহাক আলী তিলাবদুল মধ্যপাড়ার মৃত ইয়াকুব আলীর ছেলে।

র‌্যাব ক্যাম্পের কোম্পানী অধিনায়ক জাহিদুল ইসলাম সংবাদ সম্মেলনে জানান, স্থানীয় হাফেজিয়া মাদ্রাসার ওই শিক্ষার্থীর বাবা পেশায় একজন ভ্যানচালক, আর মা শ্রমিকদের ভাত রান্নার কাজ করেন। গত মঙ্গলবার (১ ফেব্রুয়ারি) শিক্ষার্থীকে বাড়িতে রেখে কাজে যান বাবা-মা। ওই শিক্ষার্থীকে একা পেয়ে জোরপূর্বক ধর্ষণ করে অভিযুক্ত ইছাহাক।

এসময় শিক্ষার্থীর চিৎকারে স্থানীয়রা এগিয়ে আসলে সে পালিয়ে যায়। পরে মেয়েটিকে হাসপাতালে ভর্তি করা হয়। 

এ ঘটনায় থানায় মামলার পর বিষয়টি র‌্যাবের নজরে আসলে উপজেলার শিশি নাজিরপাড়া এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়।

এএইচ/


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি