ঢাকা, শুক্রবার   ২৭ ডিসেম্বর ২০২৪

নিখোঁজের ৮ দিন পর জেলের লাশ উদ্ধার

মোংলা প্রতিনিধি 

প্রকাশিত : ১১:৪৭, ৬ ফেব্রুয়ারি ২০২২

মোংলা বন্দরের পশুর নদীর হাড়বাড়িয়া এলাকায় নৌকা ডুবে নিখোঁজ হওয়ার ৮ দিন পর জেলে বিধানের লাশ উদ্ধার করা হয়েছে। 

স্থানীয়দের খবর পেয়ে রোববার (৬ ফেব্রুয়ারি) সকালে পুলিশ পশুর নদীর জয়মনিরঘোল এলাকার চর থেকে লাশটি উদ্ধার করে পুলিশ। 

মোংলা থানার ওসি মোহাম্মদ মনিরুল ইসলাম বলেন, উপজেলার চিলা ইউনিয়নের হলদিবুনিয়া গ্রামে দাসেরখণ্ড এলাকার বিধান হালদার (৫৫) ও কালিকাবাড়ী এলাকার বিপ্র পোদ্দার (২৩) গত ২৮ জানুয়ারি রাতে সুন্দরবনে মাছ ধরতে যান। ওই রাতেই পশুর নদীর হারবাড়িয়া এলাকার বয়ার সাথে ধাক্কা লেগে তাদের নৌকাটি ডুবে যায়। তখন জেলে বিপ্র সাতরিয়ে কূলে উঠতে পারলেও নিখোঁজ হন বিধান। 

এ ঘটনার ৮ দিন পর বিধানের লাশ পশুর নদীর জয়মনিরঘোল এলাকায় চরে পড়ে থাকতে দেখেন স্থানীয়রা। তারা পুলিশে খবর দেয়ার পর সকালে ঘটনাস্থল থেকে লাশটি উদ্ধার করেন তারা। 

এএইচ/


Ekushey Television Ltd.










© ২০২৪ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি