ঢাকা, বৃহস্পতিবার   ২১ নভেম্বর ২০২৪

বেনাপোলে অস্ত্র-গুলিসহ ব্যবসায়ী আটক

বেনাপোল প্রতিনিধি

প্রকাশিত : ১৫:১৮, ৬ ফেব্রুয়ারি ২০২২

যশোরের বেনাপোলে একটি ওয়ান শুটারগান ও এক রাউন্ড গুলিসহ ইসরাফিল হোসেন (৪০) নামে এক অস্ত্র ব্যবসায়ীকে আটক করেছে র‌্যাব। 

শনিবার রাতে বন্দরের সামনে থেকে তাকে আটক করা হয়। আটক ইসরাফিল হোসেন বেনাপোল পোর্ট থানার নারায়নপুর গ্রামের মৃত রবিউল ইসলামের ছেলে।
 
র‌্যাব জানায়, গোপন সংবাদের ভিত্তিতে বেনাপোল বন্দরের ১৪নং কাঁচামালের মাঠের সামনে অভিযান চালিয়ে হাতেনাতে ইসরাফিলকে আটক করা হয়। পরে তার শরীর তল্লাশি করে একটি ওয়ান শুটারগান ও এক রাউন্ড গুলিসহ তাকে আটক করা হয়। 

সে চোরাই পথে ভারত থেকে অস্ত্র এনে বিভিন্ন ব্যক্তিদের কাছে বিক্রি করত বলে র‌্যাবের কাছে স্বীকার করেছে। 

যশোর র‌্যাব-৬’র কোম্পানী কমান্ডার লে. কমান্ডার এম নাজিউর রহমান বিষয়টি নিশ্চিত করে বলেন, আটক ইসরাফিলের বিরুদ্ধে অস্ত্র আইনে মামলা দিয়ে তাকে বেনাপোল পোর্ট থানায় সোপর্দ করা হয়েছে।

এএইচ/


Ekushey Television Ltd.










© ২০২৪ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি