ঢাকা, বৃহস্পতিবার   ১০ এপ্রিল ২০২৫

Ekushey Television Ltd.

কোম্পানীগঞ্জের ৮ ইউপিতে নির্বাচন সোমবার

নোয়াখালী প্রতনিধিঃ

প্রকাশিত : ১৭:৩০, ৬ ফেব্রুয়ারি ২০২২

Ekushey Television Ltd.

নোয়াখালীর কোম্পানীগঞ্জ উপজেলার ৮ ইউনিয়ন পরিষদের নির্বাচন অনুষ্ঠিত হবে আগামীকাল সোমবার। রোববার (৬ ফেব্রুয়ারি) সকাল সাড়ে ১১টার পর থেকে ৭৮টি ভোট কেন্দ্রে নির্বাচনী সামগ্রী পাঠানো শুরু হয়েছে।

উপজেলা নির্বাচন অফিসার মো. আরিফুল ইসলাম জানান, ব্যালট পেপার ছাড়া ভোট বাক্সসহ অন্যান্য সরঞ্জাম কেন্দ্রে কেন্দ্রে নিয় যাচ্ছেন সংশ্লিষ্টরা। ভোটের দিন সকাল ৮টার আগেই ব্যালট পেপার পৌঁছে দেওয়া হবে। সুষ্ঠু ও শান্তিপূর্ণ পরিবেশে ভোট গ্রহণের সব ধরণের প্রস্ততি নেয়া হয়েছে বলে জানান তিনি।

এর আগে বসুরহাট সরকারি মুজিব কলেজ মাঠে নির্বাচনী দায়িত্বে নিয়োজিত আইন শৃঙ্খলা বাহিনীর সদস্যদেরকে ব্রিফিং করেন জেলা পুলিশ সুপার মো. শহীদুল ইসলাম।

আরকে//


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি