ঢাকা, মঙ্গলবার   ২৪ ডিসেম্বর ২০২৪

ঠাকুরগাঁওয়ে ১১টি শিক্ষা প্রতিষ্ঠানের ভবনের ভিত্তিপ্রস্তর স্থাপন

ঠাকুরগাঁও প্রতিনিধি  

প্রকাশিত : ১৯:৩৮, ৬ ফেব্রুয়ারি ২০২২

ঠাকুরগাঁও সদর উপজেলার ১১টি কলেজ ও মাধ্যমিক বিদ্যালয়ের নতুন একাডেমিক ভবনের নির্মাণ এবং ভবন সম্প্রসারণ কাজ শুরু হয়েছে।      

আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য ও ঠাকুরগাঁও-১ আসনের সংসদ সদস্য সাবেক মন্ত্রী রমেশ চন্দ্র সেন দুপুরে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে ভার্চুয়াল প্লাটফর্মের মাধ্যমে নয়টি ভবনের ভিত্তিপ্রস্তর স্থাপন এবং দু’টি ভবনের সম্প্রসারণ কাজের উদ্বোধন করেন। 
 
উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে সংসদ সদস্য শিক্ষাবান্ধব এই সরকারের শিক্ষা সহায়ক প্রকল্পসমূহ সফলভাবে বাস্তবায়ন করতে এবং শিক্ষার মানোন্নয়নে শিক্ষক, কর্মকর্তা এবং অভিভাবকসহ সকলকে স্ব স্ব অবস্থানে থেকে ভূমিকা পালনের আহ্বান জানান। 
 
জেলা প্রশাসক মো. মাহবুবুর রহমানের সভাপতিত্বে ভার্চুয়াল আলোচনা সভায় অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন, জেলা আওয়ামী লীগের সারধারণ সম্পাদক দীপক কুমার রায়, জেলা পরিষদের প্যানেল চেয়ারম্যান ও জেলা আওয়ামী লীগের ত্রাণ ও সমাজ কল্যাণ বিষয়ক সম্পাদক মোঃ নজরুল ইসলাম স্বপন। শিক্ষা প্রকৌশল অধিদপ্তর ১৭ কোটি ৯০ লাখ টাকা ব্যয়ে এই নির্মাণ প্রকল্প বাস্তবায়ন করছে।  

ভবন গুলোর কাজ সম্পন্ন হলে এলাকার প্রায় এগারশ’ শিক্ষার্থী উন্নত পরিবেশে পাঠ গ্রহণ করতে পারবে ।  

আরকে//


Ekushey Television Ltd.










© ২০২৪ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি