কক্সবাজারে ২ লাখ পিস ইয়াবাসহ গ্রেপ্তার ১
প্রকাশিত : ২১:৫৩, ৬ ফেব্রুয়ারি ২০২২
কক্সবাজারে ২ লাখ পিস ইয়াবাসহ হাসান (৪৫) নামের এক ব্যক্তিকে গ্রেপ্তার করেছে জেলা গোয়েন্দা (ডিবি) পুলিশ।
রবিবার (৬ ফেব্রুয়ারি) সন্ধ্যায় কক্সবাজারের ঈদগাঁ উপজেলা ইসলাবাদ ইউনিয়নে আউলিয়াবাদ গ্রামে বসতঘরের নিচে লুকিনো আবস্থায় মাটি খুঁড়ে এসব ইয়াবা উদ্ধার করা হয়।
রবিবার রাত ৮টার দিকে কক্সবাজার পুলিশ সুপারের কার্যালয়ে অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন) রফিকুল ইসলাম সাংবাদিকদের ব্রিফিংয়ে এ তথ্য জানান।
রফিকুল ইসলাম আরো জানান, ওই এলাকার আউলিয়াবাদ গ্রামে একটি বাড়িতে ইয়াবা মজুদের খবরের ভিত্তিতে কক্সবাজার জেলা গোয়েন্দা (ডিবি) পুলিশ অভিযান পরিচলনা করে। এ সময় হাসান নামক (৪৫) কারবারিকে গ্রেপ্তার করতে সম্ভব হয়। এই ঘটনার সাথে জড়িত অন্যান্যদের আটকের চেষ্টা চলছে।
এসি
আরও পড়ুন