ঢাকা, শনিবার   ০৫ এপ্রিল ২০২৫

Ekushey Television Ltd.

বড় ভাইকে গলা টিপে হত্যার অভিযোগ ছোট ভাইয়ের বিরুদ্ধে

দোহার-নবাবগঞ্জ (ঢাকা) প্রতিনিধি

প্রকাশিত : ২২:২৪, ৬ ফেব্রুয়ারি ২০২২

Ekushey Television Ltd.

ঢাকার নবাবগঞ্জে পাওনা টাকা নিয়ে বিরোধের জেরে বড় ভাই রফিক উদ্দিন কবিরাজ (৫৫) কে গলা টিপে হত্যা করার অভিযোগ উঠেছে ছোট ভাই জাহাঙ্গীর কবিরাজ (৪০) এর বিরুদ্ধে। রবিবার দুপুরে উপজেলার চুড়াইন ইউনিয়নের সোনাতলা গ্রামে এ ঘটনা ঘটে।

নিহত রফিক উদ্দিন ওই গ্রামের মৃত শুকুর কবিরাজের বড় ছেলে। আর অভিযুক্ত জাহাঙ্গীর রফিকের আপন ছোট ভাই।

নিহতের স্ত্রী আসমা বেগম জানান, তার ননদ কহিনুরের কাছে দেবর জাহাঙ্গীর কবিরাজ টাকা পায়। সেই পাওনা টাকা নিয়ে ভাই বোনের মধ্যে প্রায়ই ঝগড়া হয়। এনিয়ে জাহাঙ্গীর তার বড় ভাই রফিক উদ্দিনকে দোষারোপ করতো। রবিবার দুপুরে রফিক উদ্দিন হাটে ধান বিক্রির জন্য খালী বস্তা আনতে ননদ কহিনুরের ঘরে যায়। এমন সময় জাহাঙ্গীর তার বড় ভাই রফিকউদ্দিনের গলা টিপে ধরে অজ্ঞান করে ফেলে। পরে নবাবগঞ্জ স্বাস্থ্যকমপ্লেক্সে নিয়ে আসলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করে।

নবাবগঞ্জ থানা পুলিশের উপ-পরিদর্শক তানভীর শেখ জানান, হত্যা কিনা তা খতিয়ে দেখা হচ্ছে। প্রমাণ মিললে আইনি ব্যবস্থা গ্রহণ করা হবে। লাশ ময়না তদন্তের জন্য ঢাকা মিটফোর্ড হাসপাতালে পাঠানোর ব্যবস্থা প্রক্রিয়াধীন বলে জানান এ কর্মকর্তা।

এসি

 


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি