ঢাকা, শনিবার   ২৮ ডিসেম্বর ২০২৪

সিরাজগঞ্জ পৌর আ’লীগের সভাপতি হেলাল সম্পাদক সেলিম

সিরাজগঞ্জ প্রতিনিধি

প্রকাশিত : ০৯:০৯, ৭ ফেব্রুয়ারি ২০২২

সিরাজগঞ্জ পৌর শাখা আওয়ামী লীগের ত্রি-বার্ষিক সম্মেলনে ভোটারদের সরাসরি ভোটে সভাপতি পদে হেলাল উদ্দিন ও সাধারণ সম্পাদক পদে সেলিম আহমেদ নির্বাচিত হয়েছেন।   

রোববার (৬ ফেব্রুয়ারি) দিনব্যাপী সম্মেলন সিরাজগঞ্জ শহরের শহীদ এম মনসুর আলী অডিটোরিয়ামে হলেও এস এস রোডস্থ জেলা আওয়ামী লীগের দলীয় কার্যালয়ে ভোটগ্রহণ শেষে রাতে ফলাফল ঘোষণা করা হয়।

সরাসরি ভোটপ্রয়োগের মাধ্যমে দ্বিতীয় বারের মতো সভাপতি নির্বাচিত হয়েছেন সাবেক পৌর প্যানেল মেয়র ও প্রেসক্লাবের সাবেক সভাপতি বিশিষ্ট সাংবাদিক হেলাল উদ্দিন। তিনি ভোট পেয়েছেন ২১৩টি এবং তার নিকটতম প্রতিদ্বন্দ্বী আসাদ উদ্দিন পবলু পেয়েছেন ১৪৯ ভোট।

সাধারণ সম্পাদক পদে নির্বাচিত হয়েছেন বিশিষ্ট ব্যবসায়ী সমাজ সেবক সংগঠক ও সাবেক পৌর মেয়র (ভারপ্রাপ্ত) সেলিম আহমেদ। তাঁর নিকটতম প্রতিদ্বন্দ্বী দানিউল হক মোল্লা পেয়েছেন ১৩৯ ভোট। মোঃ ওয়াছ করনী লকেট পেয়েছেন ০১ ভোট।

নির্বাচিত বিজয়ী সভাপতি হেলাল উদ্দিন ও সাধারণ সম্পাদক সেলিম আহমেদ দলীয় সকল পর্যায়ের নেতাকর্মীদের কাছে কৃতজ্ঞতা প্রকাশ করেছেন। আগামী দিনে দলকে আরও সুসংগঠিত করতে সকলের দোয়া ও সহযোগিতা কামনা করেন তারা।

এএইচ/


Ekushey Television Ltd.

© ২০২৪ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি