ঢাকা, শনিবার   ২৮ ডিসেম্বর ২০২৪

জমির বিরোধে গোলাগুলি, যুবক নিহত

কক্সবাজার প্রতিনিধি

প্রকাশিত : ০৯:৪২, ৭ ফেব্রুয়ারি ২০২২

কক্সবাজারের মহেশখালীতে জমির বিরোধকে কেন্দ্র করে গোলাগুলির ঘটনা ঘটেছে। এতে মো. ফেরদৌস (২৬) নামের এক যুবক নিহত এবং আহত হয়েছেন আরও পাঁচজন।

সোমবার (৬ ফেব্রুয়ারি) রাত নয়টার দিকে উপজেলার বড় মহেশখালী ইউনিয়নের ৯নং ওয়ার্ডের ফকিরা ঘোনায় এলাকায় এ ঘটনা ঘটে। নিহত মো. ফেরদৌস ওই এলাকার নুরুচ্ছফার পুত্র।

 থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আবদুল হাই ঘটনার  করেছেন।

স্থানীয়দের ভাষ্য, ফকিরাঘোনার আরুব্বর ও চাইদ্দর গোষ্ঠীর মধ্যে জমি নিয়ে দীর্ঘদিন ধরে দ্বন্দ্ব চলছিল। এ বিরোধকে কেন্দ্র করে সোমবার রাতে দু'পক্ষের মধ্যে গোলাগুলির ঘটনা ঘটে। এতে গুলিবিদ্ধ হন ফেরদৌস। 

পরে তাকে স্থানীয়রা উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক ফেরদৌসকে মৃত ঘোষণা করেন।

ঘটনার সত্যতা নিশ্চিত করে মহেশখালী থানার ওসি মো. আবদুল হাই জানান, মূলত: জমির বিরোধকে কেন্দ্র করে এ ঘটনা ঘটেছে। ঘটনাস্থলে নিরাপত্তা জোরদার করা হয়েছে। নিহতের লাশ উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে রাখা হয়েছে। 

এ ঘটনায় জড়িতদের গ্রেপ্তারে অভিযান চলছে বলে জানান ওসি।

এএইচ/


Ekushey Television Ltd.

© ২০২৪ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি