ঢাকা, সোমবার   ২৩ ডিসেম্বর ২০২৪

কুমিল্লার দেবিদ্বারে চেয়ারম্যান প্রার্থীর মৃত্যুতে নির্বাচন স্থগিত

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১৩:৪৯, ৭ ফেব্রুয়ারি ২০২২

কুমিল্লার দেবিদ্বারে ভোটের আগের রাতেই মারা গেলেন নৌকা প্রতীকের চেয়ারম্যান পদপ্রার্থী নূরুজ্জামান ভূঁইয়া মুকুল।

সোমবার সকাল ৮টায় বিষয়টি নিশ্চিত করেছেন কুমিল্লার আঞ্চলিক নির্বাচন কর্মকর্তা দুলাল তালুকদার। 

তিনি জানান, রোববার রাত সাড়ে ৯টার দিকে হৃদযন্ত্রের ক্রিয়া বন্ধ হয়ে উপজেলার ১২নং ভানী ইউনিয়ন থেকে আওয়ামী লীগ মনোনীত চেয়ারম্যান পদপ্রার্থী নূরুজ্জামান ভূঁইয়া মুকুল মৃত্যুবরণ করেন। তার মৃত্যুতে উক্ত ইউনিয়ের সকল পদে নির্বাচন স্থগিত রাখা হয়েছে। 

নূরুজ্জামান ভূঁইয়া মুকুল তিনি ওই ইউনিয়নের বর্তমান চেয়ারম্যান ছিলেন।

এ বিষয়ে দেবীদ্বার উপজেলা নির্বাচন অফিসার মো. আলতাব হোসেন জানান, উপজেলার ১২নং ভানী ইউনিয়নের সকল পদে ভোটগ্রহণ স্থগিত করা হয়েছে।
সূত্র: বাসস
এসএ/
 


Ekushey Television Ltd.










© ২০২৪ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি