ঢাকা, মঙ্গলবার   ০৫ নভেম্বর ২০২৪

এক জেলের লাশ উদ্ধার, এখনও নিখোঁজ ১১ জন

মোংলা প্রতিনিধি 

প্রকাশিত : ১৫:৫৩, ৭ ফেব্রুয়ারি ২০২২

ঝড়ের কবলে পড়ে বঙ্গোপসাগরে ট্রলার ডুবির ঘটনায় নিখোঁজ হওয়া জেলেদের মধ্যে ইয়াকুব নামে আরও এক জেলের লাশ উদ্ধার করা হয়েছে। নিখোঁজের তিন দিন পর বঙ্গোপসাগরের নীলবয়া এলাকায় তার লাশ ভেসে ওঠে।

সোমবার (৭ ফেব্রুয়ারি) দুপুরে তার লাশ উদ্ধার করে সাগরে মাছ ধরার অপর জেলেরা। উদ্ধারকৃত বাগেরহাটের কচুয়া উপজেলার বগা গ্রামের মৃত সোনাম উদ্দিনের ছেলে বলে জানা গেছে।

পূর্ব বনবিভাগের দুবলা শুটকি পল্লী টহল ফাঁড়ির ভারপ্রাপ্ত কর্মকর্তা প্রহ্লাদ চন্দ্র রায় জানান, দুবলার চর থেকে ফিসিং ট্রলার নিয়ে গভীর সাগরে মাছ ধরতে যাওয়া জেলেরা সোমবার দুপুরে সাগরে এক জেলের লাশ ভাসতে দেখে তারা সেটিকে উদ্ধার করে। 

এ পর্যন্ত তিনজনের লাশ উদ্ধার করা হয়েছে। এখনও নিঁখোজ রয়েছেন ১১ জেলে। এছাড়া সাগরে নিমজ্জিত ৭টি ট্রলারের সন্ধান মিলেনি এখনও, জানান তিনি। 

উল্লেখ্য, শুক্রবার রাতে আকস্মিক ঝড়ের কবলে পড়ে পূর্ব সুন্দরবনের দুবলার চর সংলগ্ন গভীর বঙ্গোপসাগরে ১৮টি ট্রলার ডুবে ১৪ জেলে নিখোঁজ হন।

এএইচ/


Ekushey Television Ltd.










© ২০২৪ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি