কোম্পানীগঞ্জে মন্ত্রীর দুই ভাগনেসহ বিজয়ী যারা
প্রকাশিত : ১১:৫৭, ৮ ফেব্রুয়ারি ২০২২
নোয়াখালীর কোম্পানীগঞ্জ উপজেলার ৮ ইউনিয়নে ভোটগ্রহণ শেষে চেয়ারম্যান পদে বেসরকারিভাবে বিজয়ী হয়েছেন সেতুমন্ত্রী ওবায়দুল কাদেরের দুই ভাগনে। তবে হেরে গেছেন মন্ত্রীর আরেক ভাগনে মাহবুবুর রশিদ মঞ্জু। নতুন প্রার্থী হিসেবে চমক দেখিয়েছেন সিরাজিস সালেকিন রিমন ও মোহাম্মদ জায়েদল হক কচি।
মঙ্গলবার সকালে ৮ ইউপির নির্বাচনের ফলাফলের বিষয়টি নিশ্চিত করেছেন রিটার্নিং কর্মকর্তা মো. আরিফুর ইসলাম।
তিনি জানান, সোমবার সকাল ৮টা থেকে কোন প্রকার বিশৃঙ্খলা ছাড়া বিকেল ৪টায় ভোটগ্রহণ অনুষ্ঠিত হয়। ভোট গণনা শেষে রামপুর ইউনিয়নে আনারস প্রতীক নিয়ে ৫ হাজার ৬৯৬ ভোট পেয়ে জয় পেয়েছেন সিরাজিস সালেকিন রিমন, তার নিকটতম প্রতিদ্বন্দ্বী ইকবাল বাহার চৌধুরী মোটরসাইকেল নিয়ে পেয়েছেন ৪ হাজার ৯৪৮ ভোট।
চরফকিরা ইউনিয়নে আনারস প্রতীক নিয়ে ৭ হাজার ২১১ ভোট পেয়ে জয় পেয়েছেন মোহাম্মদ জায়েদল হক কচি, তার নিকটতম প্রতিদ্বন্দ্বী জামাল হোসেন মোটরসাইকেল প্রতীক নিয়ে পেয়েছেন ৩ হাজার ৮০ ভোট। চরএলাহী ইউনিয়নে আনারস প্রতীক নিয়ে আবদুর রাজ্জাক ৬ হাজার ১২২ ভোট পেয়ে জয়ী হয়েছেন, আবদুল মালেক চশমা প্রতীকে পেয়েছেন ৫ হাজার ৬২ ভোট।
মুছাপুরে আনারস প্রতীকে আইয়ুব আলী ৬ হাজার ৯২৭ ভোট পেয়ে বিজয়ী হয়েছেন, তার নিকটতম প্রার্থী নজরুল ইসলাম শাহীন মোটরসাইকেল প্রতীক নিয়ে পেয়েছেন ৬ হাজার ৮৪ ভোট। চরকাঁকড়া ইউনিয়নে মো. হানিফ সবুজ চশমা প্রতীকে ৫ হাজার ৩৩১ ভোট পেয়ে জয়লাভ করেছেন, অটোরিকশা প্রতীক নিয়ে সফি উল্যাহ পেয়েছেন ৪ হাজার ২৫ ভোট।
চরহাজারী ইউনিয়নে এ জেড এম মহিউদ্দিন আনারস প্রতীকে পেয়েছেন ৬ হাজার ৪৪৩ ভোট পেয়ে বিজয়ী হয়েছেন, চশমা প্রতীক নিয়ে মুহাম্মদ শাহ জাহান পেয়েছেন ৪ হাজার ৪শ’ ভোট। চরপাবর্তী ইউনিয়নে জামায়ত সমর্থিত প্রার্থী মাওলানা মোহাম্মদ হানিফ মোটরসাইকেল প্রতীকে ৫ হাজার ৪২০ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন, টেলিফোন প্রতীক নিয়ে মোজ্জামেল হোসেন পেয়েছেন ৪ হাজার ২১৬ ভোট।
সিরাজপুর ইউনিয়নে অটোরিকশা প্রতীকে ৬ হাজার ৫২ ভোট পেয়ে বিজয় লাভ করেছেন নাজিম উদ্দিন মিকন, তার নিকটতম প্রতিদ্বন্দ্বী চশমা প্রতীকে আবুল হাশেম পেয়েছেন ৫ হাজার ৪৪৮ ভোট।
প্রসঙ্গত, মন্ত্রীর তিন ভাগনের বিরুদ্ধে প্রার্থী হওয়া মেয়র আবদুল কাদের মির্জার সমর্থিত তিনজনই হেরে গেছেন।
এএইচ/
আরও পড়ুন