ঢাকা, রবিবার   ২০ এপ্রিল ২০২৫

Ekushey Television Ltd.

পিকআপের চাপায় সাবেক ইউপি সদস্য নিহত

নোয়াখালী প্রতিনিধি

প্রকাশিত : ১২:১০, ৮ ফেব্রুয়ারি ২০২২

Ekushey Television Ltd.

নোয়াখালীর বেগমগঞ্জের রমজান বিবি বাজারে পিকআপের চাপায় একলাশপুর ইউনিয়নের ১নং ওয়ার্ডের সাবেক ইউপি সদস্য নিহত হয়েছেন।

সোমবার রাত নয়টায় রাস্তা পারাপারের সময় বেগমগঞ্জ থেকে সোনাপুরগামী একটি হলুদ পিকআপ তাকে চাপা দিলে ঘটনাস্থলে তিনি মারা যান।

বেগমগঞ্জ থানার অফিসার ইনচার্জ মীর জাহিদুল হক রনী জানান, ঘটনার পরপরই আহত ব্যক্তিকে নোয়াখালী জেনারেল হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত ডাক্তার তাকে মৃত ঘোষণা করেন। 

তিনি আরও জানান, বাজারের লোকজন গাড়িটিকে আটক করলে চালক পালিয়ে যায়। এখন পর্যন্ত নিহতের পরিবারের পক্ষ থেকে থানায় কোন অভিযোগ দায়ের করা হয়নি। অভিযোগ পেলে ব্যবস্থা নেওয়া হবে।

এএইচ/


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি