সিরাজগঞ্জে ছাত্রলীগ-স্বেচ্ছাসেবক লীগের ২ নেতাকে অব্যাহতি
প্রকাশিত : ১২:৫৭, ৮ ফেব্রুয়ারি ২০২২ | আপডেট: ১২:৫৮, ৮ ফেব্রুয়ারি ২০২২
শৃংখলা পরিপন্থি কার্যকলাপের অভিযোগে সিরাজগঞ্জ পৌর ছাত্রলীগ সভাপতি মতিউর রহমান মতিনকে এবং সদর উপজেলা স্বেচ্ছাসেবক লীগের সাধারণ সম্পাদক রাশেদুল ইসলাম রাজুকে দলীয় পদ থেকে অব্যাহতি দেওয়া হয়েছে।
সোমবার রাতে ছাত্রলীগ কেন্দ্রীয় কমিটির সভাপতি আল নাহিয়ান খান জয় ও লেখক ভট্টাচার্য এবং জেলা স্বেচ্ছাসেবক লীগ সভাপতি নুরুল ইসলাম সজল ও সাধারণ সম্পাদক জিহাদ আল ইসলাম স্বাক্ষরিত পৃথক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
এর আগে রোববার সিরাজগঞ্জ পৌর আওয়ামী লীগের ত্রি-বার্ষিক সন্মেলন চলাকালে আওয়ামী লীগের কেন্দ্রীয় ও জেলা নেতাদের সামনে দলের একাংশ হইচই ও হট্টগোল করেন। এ কারণে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে নেতা-কর্মীর ভাষ্য।
সম্মেলনে নতুন নেতা নির্বাচন বিষয়ে নানাদিক তুলে ধরে বক্তব্য দেন আওয়ামী লীগ কেন্দ্রীয় কমিটির সাংগঠনিক সম্পাদক এস এম কামাল হোসেন। তার বক্তব্য শেষ হওয়ার পরই দলের একাংশের নেতাকর্মীরা ক্ষোভ প্রকাশ করে মঞ্চের সামনে হট্টগোল শুরু করেন।
এ সময় তথ্য ও সম্প্রচার মন্ত্রী হাসান মাহমুদের হস্তক্ষেপে পরিস্থিতি নিয়ন্ত্রণে আসে।
এএইচ/
আরও পড়ুন