ঢাকা, শুক্রবার   ২৭ ডিসেম্বর ২০২৪

আরও দুই জেলের লাশ উদ্ধার, এখনও নিখোঁজ ৮

মোংলা প্রতিনিধি 

প্রকাশিত : ১৩:২৬, ৮ ফেব্রুয়ারি ২০২২ | আপডেট: ১৫:৩১, ৮ ফেব্রুয়ারি ২০২২

বঙ্গোপসাগরে ট্রলার ডুবির ঘটনার চতুর্থ দিনের নিখোঁজ আরও দুই জেলের লাশ উদ্ধার করা হয়েছে। এর আগে শনিবার দুজন ও সোমবার দুজনের মরদেহ উদ্ধার হয়। এনিয়ে ছয়জনের লাশ উদ্ধার হলেও এখনও নিখোঁজ রয়েছেন ৮ জেলে।

মঙ্গলবার বনবিভাগের দুবলা জেলে পল্লী ক্যাম্পের ওসি প্রহ্লাদ চন্দ্র রায় এতথ্য নিশ্চিত করেছেন। 

তিনি বলেন, শুক্রবারের ঝড়ে সাগরে ট্রলার ডুবে নিখোঁজদের মধ্যে মঙ্গলবার দুপুর পর্যন্ত ছয়জনের লাশ উদ্ধার করা হয়েছে। নিখোঁজ বাকী আট জেলে ও সাতটি ট্রলারের সন্ধানে অভিযান অব্যাহত রয়েছে বলে জানান তিনি।

বনবিভাগ, কোস্ট গার্ড, নৌবাহিনী ও দুবলা ফিসারম্যান গ্রুপের সমন্বয়ে এ উদ্ধার অভিযান চালানো হচ্ছে বলেও জানান তিনি।

গত ৪ ফেব্রুয়ারি রাতে আকস্মিক ঝড়ের কবলে পড়ে দুবলার চর সংলগ্ন গভীর বঙ্গোপসাগরের ১৯টি মাছ ধরার ট্রলার ডুবে ১৪ জেলে নিখোঁজ হন। 

এএইচ/


Ekushey Television Ltd.










© ২০২৪ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি