ঢাকা, রবিবার   ০৩ নভেম্বর ২০২৪

ফেসবুকে হৃদয়বিদারক স্ট্যাটাস দিয়ে যুবকের আত্মহত্যা

দোহার-নবাবগঞ্জ (ঢাকা) প্রতিনিধি

প্রকাশিত : ১৬:০২, ৮ ফেব্রুয়ারি ২০২২

রোমান

রোমান

ঢাকার দোহারে ফেসবুকে স্ট্যাটাস দিয়ে রোমান (১৯) নামের এক যুবক আত্মহত্যা করেছে। মৃত্যুর আগে ‘থাকতে কেউই বোঝে না, হারিয়ে গেলে সবাই খোঁজে’ এই স্ট্যাটাস দেয় ওই যুবক।

সোমবার রাতে এ ঘটনা ঘটে। মৃত রোমান দক্ষিণ ইউসুফপুর এলাকার মুনসের আলী বেপারীর ছেলে।

জানা যায়, সোমবার রাত ৯টা তের মিনিটে Az Roman ফেসবুক আইডি থেকে একটি পোস্ট দেয়। যেখানে লেখা ছিল, “হারিয়ে যাচ্ছি যদি ভুল করে থাকি মাফ করে দিয়ো। প্রিয়জন বলতে কেউ নেই# সবকিছুর সমাধান আত্মহত্যা। থাকতে কেউই বোঝে না, হারিয়ে গেলে সবাই খোঁজে।”

এমন এক হৃদয়বিদারক লেখা দিয়ে সবাইকে কাঁদিয়ে চলে যান রোমান। সোমবার রাত সাড়ে ১০টায় রোমানদের নিজস্ব বাড়ির নির্মাণাধীন বিল্ডিংয়ের সিঁড়ির রডের সঙ্গে গলায় রশি পেঁচানো ঝুলন্ত অবস্থায় তার মরদেহ পায় স্বজনরা। 

ঢাকায় একটি ওয়েল্ডিংয়ের দোকানে চাকরি করতো সে। গত এক সপ্তাহ আগে গ্রামের বাড়ি দোহারের ইউসুফপুরে আসে রোমান। 

তবে, তার মৃত্যুর প্রকৃত কারণ এখনও জানা যায়নি।

নিহত রোমানের মা জানান, ‘রাত ১০টার পরে তাকে ফোন দেয়া হয়। ফোন না ধরলে পুনরায় ফোন দিতেই নির্মাণাধীন ভবন থেকে রিংটোনের আওয়াজ আসতেই কাছে গিয়ে দেখি রোমান বিল্ডিংয়ের রডের সঙ্গে গলায় রশি পেঁচানো অবস্থায় ঝুলে আছে।’ 

ইতিমধ্যে ঘটনাটি ফেসবুকে ছড়িয়ে পরে, যা এখন রীতিমত ভাইরাল।

এ বিষয়ে দোহার থানার ওসি তদন্ত কামরুজামান জানান, লাশের সুরহতাল করা হয়েছে। লাশ ময়নাতদন্তের জন্য মিটফোর্ট হাসপাতালে পাঠানো হবে। রিপোর্ট পেলে জানা যাবে তার মৃত্যুর কারণ।

এএইচ/


Ekushey Television Ltd.










© ২০২৪ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি