কলারোয়া পৌরসভা পরিদর্শন নেদারল্যান্ডের দুই প্রতিনিধি’র
প্রকাশিত : ২১:৫০, ৮ ফেব্রুয়ারি ২০২২ | আপডেট: ২৩:৩১, ৮ ফেব্রুয়ারি ২০২২
সাতক্ষীরার কলারোয়ায় পৌরসভায় পরিদর্শনে আসলেন নেদারল্যান্ড এর দুই প্রতিনিধি দল। মঙ্গলবার (৮ ফেব্রুয়ারি) সকাল ১০টার দিকে নেদারল্যান্ড এর স্যানিটেশন ম্যানেজমেন্ট প্রতিনিধি গার্ড ডি ব্যুরোজেনি ও মটিনস কলারোয়া পৌরসভায় আসেন।
প্রতিনিধিরা পৌরসভার মেয়র মাস্টার মনিরুজ্জামান বুলবুল এর সাথে পৌরসভার উন্নয়ন, নাগরিক ভাবনা ও স্যানিটেশনের উপর আলোচনা করেন।
এসময় সেখানে উপস্থিত ছিলেন-পৌরসভার সচিব তুষার কান্তি দাস, উত্তরণের বাংলাদেশ কন্ট্রি ডিরেক্টর মাহবুবুল হাসান প্লাবন, উত্তরণের তালা অফিসের প্রকল্প সময়ন্বয়কারী হাসিনা পারভীন, পৌর কাউন্সিলর প্যানেল মেয়র জাহাঙ্গীর হোসেন, জি, এম শফিউল আলম শফি, কাউন্সিলর শেখ জামিল হোসেন, আসাদুজ্জামান তুহিন, ফারহানা হোসেন, সন্ধ্যা রানী বর্মণ, রফিকুল ইসলাম, মেজবাহউদ্দীন নিলু, আকিমুদ্দী আকি, ইমাদুল ইসলাম, আলফাজ উদ্দীন, দীতি খাতুন, হিসাব রক্ষক মোঃ ইমরুল হোসেন, ইমরান হোসেনসহ পৌরসভার সকল কর্মকর্তাবৃন্দ।
এসি
আরও পড়ুন