ঢাকা, বুধবার   ০৫ মার্চ ২০২৫

Ekushey Television Ltd.

ঠাকুরগাঁওয়ে ভ্যানের ধাক্কায় হিসাব রক্ষক নিহত

ঠাকুরগাঁও প্রতিনিধি

প্রকাশিত : ২৩:২৮, ৮ ফেব্রুয়ারি ২০২২ | আপডেট: ২৩:২৯, ৮ ফেব্রুয়ারি ২০২২

Ekushey Television Ltd.

ঠাকুরগাঁওয়ের বালিয়াডাঙ্গীতে ভ্যানের ধাক্কায় বালিয়াডাঙ্গী টেকনিক্যাল কলেজের হিসাব রক্ষক হামিদুর রহমান (৪০) নিহত হয়েছেন।

মঙ্গলবার দুপুরে বালিয়াডাঙ্গী উপজেলার বড়বাড়ী ইউনিয়নের বালিয়াডাঙ্গী টেকনিক্যাল কলেজের সামনে এ ঘটনা ঘটে। নিহত হামিদুর রহমান কাশিডাঙ্গা গ্রামের ইঞ্জিনিয়ার ফজলুর রহমানের ছেলে। 

ওই কলেজের অধ্যক্ষ সাদেকুল ইসলাম জানান, হামিদুর মোটরসাইকেলে মেয়েকে নিয়ে বালিয়াডাঙ্গী চৌরাস্তা বাজারে যাচ্ছিলেন। কলেজ গেটের সামনেই অপর দিক থেকে আসা একটি বৈদ্যুতিক পিলার বহনকারি একটি ভ্যানে থাকা পিলার তাঁর বুকে লাগলে ঘটনাস্থলেই তিনি মারা যান। তবে মোটরসাইকেলের পিছনে থাকা মেয়েটির কোন ক্ষতি হয়নি। 

বালিয়াডাঙ্গী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) খায়রুল আনাম ডন ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।

এসি

 


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি