ঢাকা, বুধবার   ০৫ মার্চ ২০২৫

Ekushey Television Ltd.

চকরিয়ায় পাঁচ ভাই নিহতের ঘটনায় থানায় মামলা 

কক্সবাজার প্রতিনিধি

প্রকাশিত : ০৯:১৬, ৯ ফেব্রুয়ারি ২০২২

ঘাতক পিকআপভ্যান

ঘাতক পিকআপভ্যান

Ekushey Television Ltd.

কক্সবাজারের চকরিয়ায় পিকআপভ্যানের চাপায় পাঁচ ভাই নিহতের ঘটনায় থানায় মামলা দায়ের করা হয়েছে। ঘাতক পিকআপটি জব্দ করেছে হাইওয়ে পুলিশ। তবে চালক এখনও পলাতক।

মঙ্গলবার রাতে নিহতের ভাই প্লাবন চন্দ্র সুশীল বাদি হয়ে অজ্ঞাত পিকআপচালককে আসামি করে চকরিয়া থানায় মামলাটি দায়ের করেন। মামলা নং-১৫। 

এর আগে বিকেল সাড়ে পাঁচটায় সেই ঘাতক পিকআপটি জব্দ করে হাইওয়ে পুলিশ। তবে ঘাতক চালক এখন পর্যন্ত পলাতক রয়েছে।

চকরিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোহাম্মদ ওসমান গণি মামলা দায়েরের সংবাদের সত্যতা নিশ্চিত করেছেন। 

পুলিশ জানিয়েছে, যেহেতু পিকআপটি জব্দ করা হয়েছে তারই সূত্র ধরে চালককে শনাক্ত করে গ্রেপ্তারের চেষ্টা অব্যাহত রয়েছে। 

একই দিন বিকালে নিহতদের শেষকৃত্য সম্পন্ন হয়েছে। এ ঘটনায় নিহতদের পরিবারে শোকের মাতম চলছে।

প্রসঙ্গত, মঙ্গলবার সকালে পূজা দিয়ে ফেরার পথে কক্সবাজার-চট্টগ্রাম মহাসড়ক পার হওয়ার সময় পিকআপ ভ্যানের চাপায় পাঁচ ভাই নিহত হয়ন। আহত হয়েছেন তাদের পরিবারের দুজন।

এএইচ/


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি