ঢাকা, শুক্রবার   ২২ নভেম্বর ২০২৪

ডাবল হত্যা মামলার রহস্য উদঘাটন, গ্রেপ্তার ৫

রাজবাড়ী প্রতি‌নি‌ধি

প্রকাশিত : ১৫:০৫, ৯ ফেব্রুয়ারি ২০২২

রাজবাড়ীতে ডাবল হত‌্যা মামলার রহস‌্য উদঘাটনের পাশাপা‌শি ইজিবাইক চোর চক্রের ৫ সদস‌্যকে গ্রেফতার করেছে পুলিশ। এ সময়ে লু‌ণ্ঠিত ইজিবাইক উদ্ধার ক‌রা হয়েছে।

বুধবার বেলা সা‌ড়ে ১১টায় এক প্রেস ব্রিফিং‌য়ে এ তথ‌্য জানান পু‌লিশ সুপার এমএম শা‌কিলুজ্জামান।

তিনি বলেন, ২৬ জানুয়ারি জেলার গোয়ালন্দ ও কালুখালী উপ‌জেলায় পৃথকভা‌বে দুই ব‌্যক্তি‌কে অজ্ঞান অবস্থায় পাওয়া যায়। পরবর্তী‌তে চি‌কিৎসাধীন অবস্থায় ওই দুই ব‌্যক্তি মৃত‌্যুবরণ ক‌রেন। পরবর্তী‌তে পৃথক দুটি মামলা হয়। 

মামলার প্রেক্ষিতে তথ‌্য প্রযু‌ক্তির সাহা‌য্যে নি‌য়ে ঢাকা জেলা ও সি‌টি ক‌র্পো‌রেশন এলাকা থে‌কে ৩ জন এবং পাবানা থে‌কে ২ জন‌কে গ্রেফতার ক‌রে পু‌লিশ। 

গ্রেফতারকৃতরা হ‌লেন, মোঃ আশিক ওর‌ফে আকাশ মাদবর, র‌বিন হো‌সেন, নিজাম উদ্দিন ওর‌ফে সালমান, আকরাম হো‌সেন ও সাদ্দাম হো‌সেন।

পু‌লিশ সুপার শা‌কিলুজ্জামান বলেন, চক্রটির সদ‌স‌্যরা ভ্রাম‌্যমাণ চা বি‌ক্রেতা হয়ে চালক‌দের অজ্ঞানের কাজ‌টি ক‌রে ইজিবাইক নিয়ে পা‌লিয়ে যায় এবং অনত্র বি‌ক্রি ক‌রে। তাদের মাত্রা‌তি‌রিক্ত ঘু‌মের ওষুধ সেব‌নের ফ‌লে কেউ কেউ মৃত‌্যুবরণ ক‌রেন। 

এই সংঘবদ্ধ চক্রটি দে‌শের বি‌ভিন্নস্তানে বহু ধরনের অপরাধ ক‌রে আসছে বলে জানান তিনি।

এ সময় উপ‌স্থিত ছি‌লেন অতিরিক্ত পু‌লিশ সুপার মোঃ সালাউ‌দ্দিন ও অতিরিক্ত পু‌লিশ সুপার (সদর সা‌র্কেল) মাঈনুইদ্দিন চৌধুরী।

এএইচ/ 


Ekushey Television Ltd.










© ২০২৪ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি