ঢাকা, বৃহস্পতিবার   ০৩ এপ্রিল ২০২৫

Ekushey Television Ltd.

ফেনীতে শিশু কন্যা নিপীড়নের অভিযোগে পিতা আটক

ফেনী প্রতিনিধি

প্রকাশিত : ১৬:৪১, ৯ ফেব্রুয়ারি ২০২২

Ekushey Television Ltd.

ফেনীর সোনাগাজীতে ৮ বছরের শিশু কন্যা ধর্ষণের অভিযোগে বাবা ইমাম হোসেন মিসকিনকে আটক করেছে পুলিশ।

বুধবার ভোরে রাজবাড়ি জেলার সদর থানার ডি সেক্টর এলাকা থেকে তাকে আটক করা হয়। সকাল ১১ টায় জেলা পুলিশ সুপার কার্যালয়ের সম্মেলন কক্ষে সংবাদ সম্মেলনের মাধ্যমে পুলিশ সুপার আবদুল্লা আল মামুন সাংবাদিকদের এ তথ্য নিশ্চিত করেন।

পুলিশ সুপার মামুন বলেন, গত ২৭ জানুয়ারি ফেনীর সোনাগাজী উপজেলার চরদরবেশ এলাকায় ইমাম হোসেন মিসকিন তার মেয়েকে নিয়ে ঘুমাতে যাওয়ার কথা বলে স্ত্রীর অগোচরে ধর্ষণ করে। এমন অভিযোগে কন্যা শিশুর মা ৩ ফেব্রুয়ারি সোনাগাজী মডেল থানায় লিখিত একটি অভিযোগ করেন। ঘটনার পর পালিয়ে যায় ধর্ষক পিতা ইমাম হোসেন। পরে পুলিশ বিভিন্নস্থানে অভিযান চালায়। একপর্যায় রাজবাড়ি থেকে ইমাম হোসেনকে আটক করা হয়।

পুলিশ সুপার আরো বলেন, দুপুরে ধর্ষক ইমাম হোসেনকে ধর্ষণ মামলায় আদালতে পাঠানো হয়েছে। তার বিরুদ্ধে ৭ দিনের রিমান্ড চাইবে পুলিশ।

সংবাদ সম্মেলনে অতিরিক্ত পুলিশ সুপার বদরুল মোল্লা, জেলা গোয়েন্দা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা মেজবাহ উদ্দিন, সোনাগাজী মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা সাজেদুল পলাশ সহ পুলিশ কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

এসি

 


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি