ঢাকা, মঙ্গলবার   ০৪ মার্চ ২০২৫

Ekushey Television Ltd.

নাফ নদীতে মিয়ানমারের গুলিবর্ষণ, এক জেলে নিখোঁজ

কক্সবাজার প্রতিনিধি

প্রকাশিত : ২২:০৬, ৯ ফেব্রুয়ারি ২০২২

Ekushey Television Ltd.

কক্সবাজারের টেকনাফে নাফ নদিতে মাছ শিকারে যাওয়া দুই জেলেকে লক্ষ্য করে গুলিবর্ষণ করেছে মিয়ানমার সীমান্তরক্ষী বাহিনী (বিজিপি)। এসময় গুরামিয়া নামে এক জেলে ফিরে আসতে পারলেও মোহাম্মদ ইলিয়াস নামে এক জেলে নিখোঁজ রয়েছে।

বুধবার ভোর রাতে কক্সবাজারের টেকনাফের হোয়াইক্যং সংলগ্ন নাফ নদির বাংলাদেশ মিয়ানমারের জলসীমায় এই ঘটনা ঘটে। নিখোঁজ মোঃ ইলিয়াস (৪০) হোয়াইক্যং বালুখালী এলাকার মৃত ছৈয়দ বলীর ছেলে। গুরা মিয়া একই এলাকার মতিউর রহমানের ছেলে। 

বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) টেকনাফ ২ ব্যাটলিয়ন এর অধিনায়ক লেঃ কর্ণেল শেখ খালিদ মোহাম্মদ ইফতেকার সংবাদের সত্যতা নিশ্চিত করে জানান, দুই জেলে নাফ নদীতে মাছ শিকারে গেলে এক পর্যায়ে মিয়ানমার জলসীমায় চলে গেলে বিজিপি তাদের উপর গুলিবর্ষন করে। এতে এক জেলে ফিরে আসতে পারলেও অপরজন নিখোঁজ রয়েছে। খবরটি নিশ্চিত হওয়ার পর এ ব্যাপারে আজ বিকেলে মিয়ানমার সিমান্তরক্ষী বাহিনীর সাথে যোগাযোগ করা হয়েছে।

এদিকে নিখোঁজ জেলে ইলিয়াছের ভাই শামসুল আলম জানান, আজ বুধবার ভোর রাতে দুইজন মাছ শিকারে গিয়েছিল। সকালে খবর পাই মাছ শিকারের এক পর্যায়ে তারা মিয়ানমার সিমান্তে চলে গেলে তাদের উপর গুলিবর্ষণ করে মিয়ানমার সীমান্ত রক্ষী বাহিনী বিজিপি।

এসময় ইলিয়াস চিৎকার দিয়ে নদীতে নিখোঁজ যায়। প্রাণ ভয়ে পালিয়ে আসে গুরা মিয়া। পরে তারা টেকনাফে বিজিবিকে জানায়। এ ঘটনায় নিখোঁজ ইলিয়াসের স্বজনরা উৎকন্ঠায় রয়েছে।

এসি
 


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি