ঢাকা, শনিবার   ০৫ এপ্রিল ২০২৫

Ekushey Television Ltd.

বেনাপোলে ৯ পলাতক আসামি গ্রেফতার

বেনাপোল প্রতিনিধি

প্রকাশিত : ২২:৪৮, ৯ ফেব্রুয়ারি ২০২২

Ekushey Television Ltd.

যশোরের বেনাপোল পোর্ট থানার বিভিন্ন জায়গায় অভিযান চালিয়ে বুধবার (৯ ফেব্রুয়ারি) সকাল থেকে বিকেল পর্যন্ত ওয়ারেন্টভুক্ত ৯ পলাতক আসামিকে গ্রেফতার করেছে পুলিশ।

আটককৃতরা হলেন, বেনাপোল পোর্ট থানার বারপোতা গ্রামের আকরামের ছেলে রাসেল (৩৫), একই এলাকার ওয়াজেদ সরদারের ছেলে আনোয়ার হোসেন (৩৮), দৌলতপুর গ্রামের মৃত মোসলেম আলীর ছেলে আব্দুল কুরবান আলী (৩৪), সাদিপুর গ্রামের মৃত সুলতান মন্ডলের ছেলে মহিদুল ইসলাম (৩০), দিঘীরপাড় গ্রামের মৃত আব্দুল মান্নান শেখের ছেলে এনামুল হাসান (২৮), একই গ্রামের সরেজ উদ্দিনের ছেলে মাদক ব্যবসায়ী নাজিম উদ্দিন (২৯), ভবেরবেড় মধ্যপাড়ার মৃত অহেদ সরদারের ছেলে রহমত আলী (৩২), গয়ড়া গ্রামের আফজাল হোসেনের ছেলে আবুল বাশার (৪৩) ও গাতিপাড়া গ্রামের মতিয়ার রহমানের ছেলে সফিকুল ইসলাম বুড়ো (৩৭)। 

বেনাপোল পোর্ট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. কামাল হোসেন ভূঁইয়া আটকের বিষয়টি নিশ্চিত করে জানান, মাদক ও মারামারিসহ বিভিন্ন মামলায় তাদের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা রয়েছে। তারা দীর্ঘদিন পুলিশের চোখ ফাঁকি দিয়ে বিভিন্ন জায়গায় পলাতক ছিল। গোপন সংবাদের ভিত্তিতে ওয়ারেন্টভুক্ত পলাতক এসব আসামিদের গ্রেফতার করে যশোর আদালতে প্রেরণ করা হয়েছে।

এসি

 


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি