ঢাকা, মঙ্গলবার   ০৫ নভেম্বর ২০২৪

নৌকায় ভোট দেয়ায় নির্যাতনের শিকার

বেনাপোল প্রতিনিধি

প্রকাশিত : ০৯:০৭, ১০ ফেব্রুয়ারি ২০২২

নৌকা প্রতীকে ভোট দেয়ায় যশোরে আবারও নির্যাতনের শিকার হলেন এক গৃহবধূসহ ২ জন। তাদেরকে শার্শা উপজেলা স্বাস্থ্য কেন্দ্রে ভর্তি করা হলেও অবস্থা আশঙ্কাজনক হওয়ায় যশোর জেনারেল হাসপাতালে স্থানান্তর করা হয়েছে। শার্শা উপজেলার বাগআঁচড়ায় ঘটনাটি ঘটেছে বুধবার বিকাল ৪টায়।

এলাকাবাসী ও আহতদের সূত্রে জানা যায়, শার্শার বাগআঁচড়া ইউনিয়নের সাতমাইল গ্রামের নৌকা প্রার্থীর কর্মী আনসার আলীকে তাঁর বাড়িতে এসে কোনও কারণ ছাড়াই লোহার রড দিয়ে পেটাতে থাকে একই গ্রামের লাল্টু, আনা, বিপ্লব ও নিশান। এ সময় তার স্ত্রী শিউলি বেগম বাধা দিলে তাকেও কুপিয়ে জখম করে হামলাকারীরা। এসময় লাল্টু তাদেরকে এই বলে হুমকী দেয় যে, এ গ্রামে নৌকার কোনও লোক থাকবে না। 

হামলাকারীরা সকলে নৌকার বিদ্রোহী প্রার্থীর সমর্থক বলে জানান আহতরা। তাদের চিৎকারে আশেপাশের লোকজন এগিয়ে এলে হামলাকারীরা নানা হুমকি দিয়ে পালিয়ে যায়। স্বজনেরা তাদের উদ্ধার করে হাসপাতালে ভর্তি করেন।

শার্শা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মামুন খাঁন জানান, এ ব্যাপারে থানায় কোনও অভিযোগ আসেনি। অভিযোগ পেলে তদন্ত সাপেক্ষে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে। 

এনএস//


Ekushey Television Ltd.










© ২০২৪ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি