দৌলতদিয়া-পাটুরিয়া রুটে তীব্র যানজট, ভোগান্তিতে যাত্রী-চালকরা
প্রকাশিত : ১৩:০১, ১১ ফেব্রুয়ারি ২০২২
পারাপারের অপেক্ষায় শত শত যানবাহন
ঘন কুয়াশার কারণে দৌলতদিয়া-পাটুরিয়া নৌরুটে দুই ঘণ্টা বন্ধ থাকার পর স্বাভাবিক হয়েছে ফেরি চলাচল। তবে দুঘণ্টা বন্ধ থাকায় উভয় পাড়ে সৃষ্টি হয়েছে তীব্র যানজট, ভোগান্তি পোহাতে হচ্ছে যাত্রী ও চালকদের।
কুয়াশার মধ্যে দুর্ঘটনা এড়াতে শুক্রবার ভোর ৪টা থেকে ৬টা পর্যন্ত এ নৌরুটে ফেরি চলাচল বন্ধ করে বিআইডব্লউটিসি কতৃপক্ষ। পরে কুয়াশার ঘনত্ব কমে আসলে ফেরি চলাচল স্বাভাবিক করে দেয় ঘাট কতৃপক্ষ।
এদিকে, দুই ঘণ্টা ফেরি চলাচল বন্ধ থাকায় দৌলতদিয়া-৫ ফেরি ঘাটের জিরো পয়েন্ট থেকে বাংলাদেশ হ্যাচারি ও গোয়ালন্দ মোড় মহাসড়ক এলাকায় পণ্যবাহী যানবাহন, যাত্রীবাহী বাস, কাভার্ড ভ্যানসহ সাত শতাধিক যানবাহন নদী পারাপারের অপেক্ষায় রয়েছে। ভোগান্তি পোহাতে হচ্ছে যাত্রী ও চালকদের।
বিআইডব্লিউটিসির সহকারী ব্যাবস্থাপক মোঃ খোরশেদ আলম জানান, ঘন কুয়াশার কারণে ভোর ৪টা থেকে ৬টা পর্যন্ত ফেরি চলাচল বন্ধ থাকায় যানবাহনের সিরিয়াল রয়েছে। তবে ২৯টি ফেরি চলাচল স্বাভাবিক করায় যানজট শীঘ্রই কমে আসবে।
এনএস//
আরও পড়ুন