ঢাকা, বৃহস্পতিবার   ১৩ মার্চ ২০২৫

Ekushey Television Ltd.

পাচারের সময় ৬ রোহিঙ্গা তরুণীসহ ৭ জন উদ্ধার

কক্সবাজার প্রতিনিধি

প্রকাশিত : ১৮:২৮, ১১ ফেব্রুয়ারি ২০২২

Ekushey Television Ltd.

চাকরি ও বিভিন্ন প্রলোভন দেখিয়ে পাচারের সময় ৬ রোহিঙ্গা তরুণী সহ ৭ জনকে উদ্ধার করেছে র‌্যাব ১৫ কক্সবাজার। এসময় মানবপাচার চক্রের অন্যতম হোতা মো. ইদ্রিসকে আটক করা হয়।

আটক ইদ্রিস চট্টগ্রামের লোহাগাড়া এলাকার আহমদ কবিরের পুত্র।

শুক্রবার বিকালে র‌্যাব ১৫ এর কার্যালয়ে এক সংবাদ সম্মেলন র‌্যাব- ১৫ এর অধিনায়ক মো: খায়রুল ইসলাম সরকার সাংবাদিকদের জানান, পাচারকারীরা প্রলোভনে ফেলে রোহিঙ্গাদের পাশ্ববর্তী দেশে পাচারের জন্য নিয়ে যাচ্ছিল। কিন্তু র‌্যাবের গোয়েন্দা তথ্যের ভিত্তিতে শুক্রবার ভোরে টেকনাফ- কক্সবাজার সড়কে তল্লাশি চালিয়ে ইদ্রিসকে আটক করে ৭ রোহিঙ্গাকে উদ্ধার করা হয়। 
 
তিনি জানান, প্রাথমিক জিজ্ঞাসাবাদে মো. বশর ও সৈয়দ হোসেন আরও দুইজনের নাম জানিয়েছেন ইদ্রিস। যারা ইদ্রিসের মানবপাচার চক্রের সদস্য। এই চক্রে কারা কারা জড়িত তা খতিয়ে দেখা হচ্ছে বলে জানান তিনি।

এসি

 


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি