ঢাকা, মঙ্গলবার   ০৪ মার্চ ২০২৫

Ekushey Television Ltd.

দিনাজপুরে ভটভটি-মটর সাইকেল সংঘর্ষে আরোহী নিহত

দিনাজপুর প্রতিনিধি  

প্রকাশিত : ১৯:০৭, ১১ ফেব্রুয়ারি ২০২২

Ekushey Television Ltd.

দিনাজপুর ঠাকুরগাঁও সড়কে গোপালগঞ্জ নামক স্থানে ভটভটির সাথে মটর সাইকেল সংঘর্ষে মটর সাইকেল আরোহীর ঘটনা স্থলে মৃত্যু হয়েছে। অপর আরোহী আহত। 

আজ শুক্রবার দুপুরে এই দুর্ঘটনা ঘটে। 

এ বিষয়ে কোতয়ালী থানার অতিরিক্ত উপ পরিদর্শক অমল চন্দ্র রায় বলেন, নিহত মোটর সাইকেল আরোহী সদর উপজেলার ১ নং চেহেলগাজী ইউনিয়নের নন্দইড় গ্রামের দুখু রায়ের ছেলে দয়াল রায় (২২), আহত অপর আরোহী হলেন শান্তি শান্ত রায়ের ছেলে প্রসেনজিত রায়। তারা দু'জনেই সাহা অটো রাইস মিলে কাজ করতেন। মিলে কাজ সেরে তারা বাড়ি ফেরার পথে এ দুর্ঘটনার শিকার হোন।

তিনি জানান, কোন অভিযোগ না থাকায় মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হয়। এ ঘটনায় কোতয়ালী থানায় একটি (ইউডি) মামলা দায়ের হয়েছে।

এসি
 


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি