ঢাকা, বুধবার   ২৫ ডিসেম্বর ২০২৪

মেয়ের প্রাণ নিলেন বাবা

ঠাকুরগাঁও প্রতিনিধি

প্রকাশিত : ২১:৪৪, ১১ ফেব্রুয়ারি ২০২২

ঠাকুরগাঁওয়ে স্বামী-স্ত্রীর মধ্যে পারিবারিক কলহের জেরে এক পাষণ্ড বাবা তার আড়াই বছরের এক শিশুকে হত্যা করেছে। এ ঘটনায় ঘাতক বাবা জাকির হোসেনকে আটক করেছে পুলিশ।

ঘটনাটি ঘটেছে বৃহস্পতিবার রাতে ঠাকুরগাঁও সদর উপজেলার বেগুনবাড়ি ইউনিয়নের শয়তানপাড়া গ্রামে।

ঠাকুরগাঁও সদর থানার পরিদর্শক (তদন্ত) আতিকুর রহমান জানান, চার বছর আগে বিয়ে করে কৃষক জাকির হোসেন। এরপর তাদের সংসারে জান্নাতুল ফেরদৌস জন্ম নেয়। কয়েক মাস থেকে স্বামী-স্ত্রীর মধ্যে পারিবারিক কলহ চলছিল। সেই সূত্র ধরেই এই হত্যাকাণ্ডের ঘটনা ঘটেছে। জাকির হোসেন কাঁচি দিয়ে নিজের মেয়ের পেটে ঢুকিয়ে নারী ভূড়ী বের করে মৃত্যু নিশ্চিৎ করেছে। হত্যার ঘটনা নিজে স্বীকার করেছে জাকির। 

তিনি আরও জানান, লাশ ময়না তদন্তের পর পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে। ঘটনার তদন্ত চলছে। তদন্ত শেষে আরও তথ্য বেড়িয়ে আসবে। এ ঘটনায় মামলা দায়েরের প্রস্তুতি চলছে।

এসি

 


Ekushey Television Ltd.










© ২০২৪ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি