ঢাকা, বুধবার   ২৫ ডিসেম্বর ২০২৪

জয়পুরহাটে ট্রাকের ধাক্কায় প্রাণ গেল গৃহবধূর

জয়পুরহাট প্রতিনিধি

প্রকাশিত : ২৩:০৫, ১১ ফেব্রুয়ারি ২০২২

জয়পুরহাটে মোটরসাইকেল থেকে ছিটকে পড়ে ট্রাকের ধাক্কায় শিউলী বেগম নামে এক গৃহবধূর মৃত্যু হয়েছে। 

শুক্রবার সন্ধ্যায় জয়পুরহাট সদর উপজেলার গতন শহর এলাকায় এ দুর্ঘটনা ঘটে। জয়পুরহাট সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আলমগীর জাহান বিষয়টি নিশ্চিত করেছেন।

নিহত শিউলী বেগম জেলার কালাই উপজেলার মুলগ্রামের আনিছুর রহমানের স্ত্রী।

ওসি আলমগীর জাহান জানান, গৃহবধূ শিউলী বেগম পাঁচবিবি পৌর এলাকা থেকে চোখের ডাক্তার দেখে তার স্বামীর সঙ্গে মোটরসাইকেলযোগে জয়পুরহাট শহরের দিকে আসছিলেন। মোটরসাইকেলের গতি একটু বেশি থাকায় পথে জয়পুরহাট-হিলি সড়কের গতন শহর এলাকায় মোটরসাইকেল থেকে ছিটকে পড়ে যান গৃহবধূ শিউলী বেগম। এসময় হিলিগামী একটি ট্রাকের ধাক্কায় ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।

এসি

 


Ekushey Television Ltd.










© ২০২৪ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি