ঢাকা, বুধবার   ২৫ ডিসেম্বর ২০২৪

গাজীপুরের সড়কে প্রাণ গেল নানী-নাতির

গাজীপুর প্রতিনিধি

প্রকাশিত : ১৫:৪৮, ১২ ফেব্রুয়ারি ২০২২

নিহতের স্বজনের আহাজারি

নিহতের স্বজনের আহাজারি

গাজীপুরে শ্রীপুরে অটোরিকশা ও মোটরসাইকেলের সংঘর্ষে প্রাণ হারিয়েছেন নানী ও নাতি। শনিবার সকালে শ্রীপুরের টেংরা এলাকায় এ দুর্ঘটনা ঘটে। 

নিহত নানীর নাম বেগম, তিনি কিশোরগঞ্জের হোসেনপুরের আব্দুল কাশেমের স্ত্রী এবং তাঁর সাড়ে তিন বছরের নাতির নাম নাইম।

পুলিশ জানায়, ময়মনসিংহের হোসেনপুর থেকে নানী বেগম তার নাতি নাইমকে নিয়ে শ্রীপুরের এমসি বাজারের উদ্দেশ্যে রওনা দেন। পথে অটোরিকশা যোগে শ্রীপুরের টেংরা এলাকায় পৌঁছলে সিএনজি অটোরিকশা ও মোটরসাইকেলের সংঘর্ষ হলে তাদের বহনকৃত অটোরিকশাটি উল্টে যায়। এতে ঘটনাস্থলেই নাইম ও তার নানী বেগমের মৃত্যু হয়। 

শ্রীপুর উপজেলা স্বাস্থ্য পরিবার ও পরিকল্পনা কর্মকর্তা ডা. প্রণয় ভূষণ দাস জানান, নিহতদের মৃত অবস্থায় হাসপাতালে আনা হয়েছে।

এনএস//


Ekushey Television Ltd.










© ২০২৪ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি