ঢাকা, বৃহস্পতিবার   ০৩ এপ্রিল ২০২৫

Ekushey Television Ltd.

ছোট ভাইয়ের লাঠির আঘাতে বড় ভাইয়ের মৃত্যু

সিরাজগঞ্জ প্রতিনিধি

প্রকাশিত : ১৬:৫৩, ১২ ফেব্রুয়ারি ২০২২

Ekushey Television Ltd.

সিরাজগঞ্জের কামারখন্দ উপজেলার বীর ভদ্রঘাটে ছোট ভাইয়ের লাঠির আঘাতে বড় ভাইয়ের মৃত্যু হয়েছে। নিহত সাইদুল ইসলাম (৩২) ইয়াসিন আলীর ছেলে। 

শনিবার (১২ ফেব্রুয়ারি) সকালে বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।

স্থানীয়রা জানান, গত রবিবার (৬ ফেব্রুয়ারি) বিকালে সাইদুল তার মামাতো ভাই ও একই এলাকার আরমান আলীর জমি থেকে ছাগলের জন্য ঘাস কাটে। এ নিয়ে কথা কাটাকাটির এক পর্যায়ে আরমান আলীর লাঠির আঘাতে গুরুতর আহত হয় সাইদুল ইসলাম।

তখন গুরুতর আহত সাইদুল ইসলামকে উদ্ধার করে প্রথমে সিরাজগঞ্জ বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেছা মুজিব জেনারেল হাসপাতালে নিয়ে যাওয়া হয়। অবস্থা আশঙ্কাজনক হওয়ায় তাকে বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হলে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।

কামারখন্দ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি তদন্ত) মোঃ হাসানুজ্জামান বলেন, ঘটনার কথা শুনেছি। তবে এখন পর্যন্ত থানায় কেউ অভিযোগ দেয়নি।

এসি
 


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি