ঢাকা, শনিবার   ২৯ মার্চ ২০২৫

Ekushey Television Ltd.

নাগরপুরে এক নারীকে কুপিয়ে হত্যা

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১৭:৪৩, ১২ ফেব্রুয়ারি ২০২২

Ekushey Television Ltd.

টাঙ্গাইলের নাগরপুর উপজেলা সদরের দুয়াজানী গ্রামে লালবানু (৫৮) নামের এক নারীরেক কুপিয়ে হত্যা করা হয়েছে। 

আজ শনিবার সকালে নিজ বাড়ীতে ওই নারীকে কুপিয়ে হত্যা করে ঘাতকরা পালিয়ে যায়। নিহত লালবানু ওই গ্রামের মো. বাবুল মিয়ার স্ত্রী। এ হত্যাকাণ্ডের সাথে পরিবারের কেউ জড়িত কিনা পুলিশ তা খতিয়ে দেখছে।

নাগরপুর থানার অফিসার ইর্নচাজ (ওসি) সরকার আব্দুল্লাহ আল মামুন জানান, ঘটনাস্থলে গিয়ে লাশ উদ্ধার করে থানায় নিয়ে আসি। কি করণে হত্যা করা হয়েছে এখনও জানা যায়নি। লাশ ময়না তদন্তের জন্য টাঙ্গাইল ২৫০ শয্যা জেনারেল হাপাতালে প্রেরণ করা হয়েছে। নিহত লালবানুর ছেলে ও ছেলের বৌসহ ৯ জনকে জিজ্ঞাসা বাদের জন্য আটক করা হয়েছে।

এসি

 


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি