ঢাকা, সোমবার   ১৩ জানুয়ারি ২০২৫

গাজীপুরে নির্মাণাধীন ভবনের ছাদ ধসে আহত ৮

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১৭:৩৬, ১৩ ফেব্রুয়ারি ২০২২

গাজীপুরের কালিয়াকৈর উপজেলার বোর্ডঘর এলাকায় স্ক্যানডেক্স টেক্সটাইল লিমিটেডের নির্মাণাধীন ভবনের ছাদ ধসে ৮ জন আহত হয়েছেন।

রোববার (১৩ ফেব্রুয়ারি) বিকেল ৩টার দিকে এই দুর্ঘটনা ঘটে। আহতদের উদ্ধার করে শহীদ তাজউদ্দীন আহমদ মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।

কারখানার একাধিক শ্রমিক জানান, ভবনের দ্বিতীয় তলায় ছাদ ঢালাইয়ের কাজ চলছিল, হঠাৎ তা ধসে পরে। নিম্নমানের সামগ্রী ব্যবহার করায় এই দুর্ঘটনা ঘটেছে।

কালিয়াকৈরে উপজেলার নির্বাহী কর্মকর্তা তাজওয়ার আকরাম সাকাতি ইবনে সাজ্জাদ দুর্ঘটনার বিষয়টি নিশ্চিত করে বলেন, ফায়ার সার্ভিস ও শ্রমিকরা উদ্ধার কাজ চালাচ্ছে। এ ঘটনায় তদন্ত কমিটি গঠন করা হবে।

আরকে//


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি