ঢাকা, শুক্রবার   ২৪ জানুয়ারি ২০২৫

শত্রুতার জেরে পাঁচ শতাধিক গাছ কর্তন!

নড়াইল প্রতিনিধি

প্রকাশিত : ১৮:৪৯, ১৩ ফেব্রুয়ারি ২০২২

নড়াইলের লোহাগড়া উপজেলার দোয়ামল্লিকপুর গ্রামে পূর্বশত্রুতার জের ধরে কলা গাছসহ বিভিন্ন প্রজাতির পাঁচ শতাধিক গাছ কর্তন করেছে প্রতিপক্ষরা। এতে কৃষকের প্রায় পাঁচ লাখ টাকার ক্ষতি হয়েছে। এ ঘটনায় রোববার দুপুরে লোহাগড়া থানায় অভিযোগ দায়ের করেন ভুক্তভোগী কৃষক ওলিয়ার রহমান মল্লিক।

ক্ষতিগ্রস্থ কৃষক দোয়ামল্লিকপুর গ্রামের ওলিয়ার রহমান জানান, মঙ্গলহাটা-মল্লিকপুর সড়কের দুই পাশে তার নিজের জমিতে এবং মৎস্যঘের পাড়ে আম, নারকেল, সুপারি, কলা গাছসহ বিভিন্ন প্রজাতির গাছ রোপন করেন। শত্রুতার জের ধরে শনিবার গভীর রাতে এসব গাছ কেটে ফেলা হয়। রোববার সকালে গাছ কর্তনের বিষয়টি জানতে পারেন তিনি। এতে প্রায় পাঁচ লাখ টাকার ক্ষতি হয়েছে বলে জানিয়েছেন ওই কৃষক।

এ ব্যাপারে লোহাগড়া থানার ওসি শেখ আবু হেনা মিলন জানান, ওলিয়ার রহমানের গাছ কর্তনের বিষয়ে অভিযোগ পেয়েছি। তদন্ত করে জড়িতদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।

আরকে//


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি