ঢাকা, শনিবার   ০৫ এপ্রিল ২০২৫

Ekushey Television Ltd.

মিরসরাই অংশে ১২ কিলোমিটার যানজট

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১৩:৫৯, ১৪ ফেব্রুয়ারি ২০২২

Ekushey Television Ltd.

ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের চট্টগ্রামমুখী লেনের মিরসরাই অংশে ১২ কিলোমিটারজুড়ে সৃষ্টি হয়েছে যানজট।

সোমবার সকাল ১১টায় উপজেলার নিজামপুর কলেজ এলাকা থেকে ঠাকুরদিঘী বাজার পর্যন্ত যানজটের সৃষ্টি হয়। পুরো ১২ কিলোমিটার পর্যন্ত সৃষ্টি হয় যাবাহনের দীর্ঘ সারি। 

কুমিরা হাইওয়ে পুলিশ ফাঁড়ির ইনচার্জ মোহাম্মদ আব্দুল্লাহ জানান, মিরসরাইয়ের বড়তাকিয়া অংশে চট্টগ্রামমুখী লেনে রাস্তার কাজ চলছে।

এসময় একটি ট্রাক উল্টে গেলে যানজটের সৃষ্টি হয়। ঘটনাস্থলে কুমিরা হাইওয়ে ফাঁড়ির পুলিশ এসে যানজট নিরসনের চেষ্টা করছে।
 

এসবি/ 


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি