ঢাকা, সোমবার   ২৩ ডিসেম্বর ২০২৪

গাজীপুরে মোটরসাইকেল দুর্ঘটনায় ঢাবি শিক্ষার্থীসহ নিহত ২

গাজীপুর প্রতিনিধি 

প্রকাশিত : ১৭:১৪, ১৫ ফেব্রুয়ারি ২০২২

গাজীপুরের বাইমাইল এলাকায় ঢাকা-টাঙ্গাইল মহাসড়কে মোটরসাইকেল দুর্ঘটনায় ঢাকা বিশ্ববিদ্যালয়ের এক শিক্ষার্থীসহ ২ জন নিহত হয়েছে। মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য শহীদ তাজউদ্দীন আহমদ মেডিক্যাল কলেজ হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।

নিহতরা হলেন, কুমিল্লার দেবিদ্বার এলাকার বাছির হোসেন মোল্লার ছেলে আব্দুল আজিজ মোল্লা ও ময়মনসিংহের হালুয়াঘাট এলাকার লাবুর ছেলে অজিত। নিহত আব্দুল আজিজ মোল্লা ঢাকা বিশ্ববিদ্যালয়ের রাষ্ট্র বিজ্ঞানের শিক্ষার্থী ছিলেন।

কোনাবাড়ি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবু সিদ্দিক জানান, আজ দুপুর সোয়া দুইটার দিকে আজিজ মোল্লা ও অজিতকে বহনকারী মোটরসাইকেলটি বাইমাইল এলাকায় পৌঁছালে সেটি দ্রুত গতির কারণে নিয়ন্ত্রণ হারিয়ে উল্টে যায়। এতে ঘটনাস্থলে আজিজ ও অজিত মারা যান। খবর পেয়ে পুলিশ মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য শহীদ তাজউদ্দীন আহমদ মেডিক্যাল কলেজ হাসপাতাল মর্গে পাঠায়। তারা টঙ্গী থেকে মোটরসাইকেলযোগে সফিপুরে যাচ্ছিলেন।
কেআই//
 
 


Ekushey Television Ltd.










© ২০২৪ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি