ঢাকা, সোমবার   ২৩ ডিসেম্বর ২০২৪

নওগাঁয় ট্র্যাক্টর চাপায় মোটরসাইকেল আরোহী নিহত

নওগাঁ প্রতিনিধি

প্রকাশিত : ১৯:৪৫, ১৫ ফেব্রুয়ারি ২০২২

নওগাঁর পত্নীতলা উপজেলার নজিপুর নতুনহাট নামক স্থানে মঙ্গলবার দুপুরে মাটি পরিবহনের ট্রাকটরের চাপায় এক মোটরসাইকেল আরোহী নিহত হয়েছে। নিহতের নাম সিয়াম হোসেন (১৮)। সিয়াম উপজেলার ঘোষপাড়া এলাকার আবু হানিফের ছেলে।

পত্নীতলা থানার ওসি (তদন্ত) হাবিবুর রহমান জানান দুপুর ১টার দিকে সিয়াম মোটরসাইকেল যোগে বাড়ি থেকে উপজেলা সদরে আসার ঘটনাস্থলে দ্রুতগামী একটি ট্র্যাক্টর তাকে চাপা দিয়ে পালিয়ে যায়। এতে গুরুত্বর আহত হয় সিয়াম। 

এসময় পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে পত্নীতলা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে দায়িত্বরত চিকিৎসক সিয়ামের অবস্থা গুরুতর হওয়ায় উন্নত চিকিৎসার জন্য তাকে রাজশাহী মেডিক্যাল কলেজ হাসপাতালে নিয়ে যাওয়ার পরামর্শ দেয়। রাজশাহী হাসপাতালে নিয়ে যাওয়ার পথে সিয়াম মারা যায়।
কেআই//


Ekushey Television Ltd.










© ২০২৪ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি