ঢাকা, শুক্রবার   ২৪ জানুয়ারি ২০২৫

সিরাজগঞ্জে দুর্বৃত্তদের ছুরিকাঘাতে ব্যবসায়ী নিহত

সিরাজগঞ্জ প্রতিনিধি

প্রকাশিত : ২৩:১৩, ১৫ ফেব্রুয়ারি ২০২২

সিরাজগঞ্জ শহরের চর রায়পুরে দুর্বৃত্তদের ছুরিকাঘাতে এক ব্যবসায়ী নিহত হয়েছে। নিহতের নাম আব্দুর রহমান (৩০)। সে মিরপুর গ্রামের ব্যবসায়ী সুজাব আলীর ছেলে। 

আব্দুর রহমানের বোনজামাই আবু হানিফ বাবু জানান, মঙ্গলবার রাত সাড়ে ৮ টার দিকে চর রায়পুর কাটাখালি ব্রিজের কাছে পাজরে ছুরিকাঘাত করা রক্তমাখা দেহ পড়ে ছিল। এরপর স্থানীয়দের সহযোগিতায় তাকে সিরাজগঞ্জ শেখ ফজিলাতুন্নেছা মুজিব জেনারেল হাসপাতালে নিলে দায়িত্বরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।

এদিকে সিরাজগঞ্জ সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নজরুল ইসলাম বলেন, নিহত আব্দুর রহমান কি কারণে খুন হয়েছে তা এখনো জানা যায়নি। তদন্ত সাপেক্ষে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।
কেআই//


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি