সিরাজগঞ্জে নারী বীর মুক্তিযোদ্ধাদের সম্মাননা প্রদান
প্রকাশিত : ০০:০৪, ১৬ ফেব্রুয়ারি ২০২২ | আপডেট: ০০:০৮, ১৬ ফেব্রুয়ারি ২০২২
সারা দেশের ন্যায় সিরাজগঞ্জে মহিলা বীর মুক্তিযোদ্ধাদের সম্মাননা প্রদান করা হয়েছে। বুধবার (১৫ ফেব্রুয়ারী) সকাল ১০টা হতে দুপুর পর্যন্ত ওসমানী স্মৃতি মিলানায়তনের সঙ্গে ভার্চুয়ালি যুক্ত হয় সিরাজগঞ্জ জেলা প্রশাসক কার্যালয়।
এ সময় মহিলা বিষয়ক মন্ত্রী ফজিলাতুন্নেছা ইন্দিরার সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন মুক্তিযোদ্ধা বিষয়ক মন্ত্রী আ. ক. ম মোজ্জামেল হক।
এদিকে সিরাজগঞ্জ প্রান্তে জেলা প্রশাসক ড. ফারুক আহাম্মদ, অতিরিক্ত জেলা প্রশাসক মোহাম্মদ মনির হোসেন, সিরাজগঞ্জ চেম্বার অব কমার্স ইন্ড্রাষ্টিজের সভাপতি আবু ইউসুফ সুর্য, জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি বীর মুক্তিযোদ্ধা অ্যাডভোকেট বিমল কুমার দাস, বীর মুক্তিযোদ্ধা আলহাজ্ব ইসহাক আলী, সাবেক এমপি ও জেলা মহিলা আওয়ামী লীগের সভাপতি সেলিনা বেগম স্বপ্না, সিরাজগঞ্জ প্রেসক্লাবে সভাপতি হেলাল আহমেদ, জেলা মুক্তিযোদ্ধা সংসদের সাবেক কমান্ডার বীর মুক্তিযোদ্ধা শফিকুল ইসলাম শফি, জেলা মহিলা বিষয়ক কর্মকর্তা কানিজ ফাতেমা, সদর উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার এলিজা সুলতানা প্রমুখ।
অনুষ্ঠানে সিরাজগঞ্জের ২৮ জন মহিলা মুক্তিযোদ্ধাদের সম্মাননা স্বরুপ ক্রেস্ট প্রদান করা হয়।
কেআই//
আরও পড়ুন