ঢাকা, শনিবার   ২৩ নভেম্বর ২০২৪

বরগুনায় ইবতেদায়ী মাদ্রাসা জাতীয়করণের দাবিতে মানববন্ধন

বরগুনা প্রতিনিধি

প্রকাশিত : ১৪:৫১, ১৬ ফেব্রুয়ারি ২০২২

স্বতন্ত্র ইবতেদায়ী মাদ্রাসা জাতীয়করণ ও এমপিওভুক্ত করণসহ ৮ দফা দাবিতে মানববন্ধন এবং জেলা প্রশাসকের মাধ্যমে প্রধানমন্ত্রী বরাবর স্মারকলিপি দিয়েছে বরগুনা জেলা স্বতন্ত্র ইবতেদায়ী মাদ্রাসা শিক্ষক সমিতি।

বুধবার সকালে জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে ঘণ্টাব্যাপী এই মানববন্ধন কর্মসূচি পালন করা হয়। 

মানববন্ধন শেষে সমাবেশে বক্তব্য রাখেন স্বতন্ত্র ইবতেদায়ী মাদ্রাসা বরগুনা জেলা শিক্ষক সমিতির সভাপতি মোঃ শওকত আলী মাস্টার, সাধারণ সম্পাদক মোঃ গোলাম রহমান এবং সাংগঠনিক সম্পাদক মোঃ জহিরুল ইসলাম। 

এসময় বক্তারা বলেন, প্রাথমিক বিদ্যালয়ের ন্যায় স্বতন্ত্র ইবতেদায়ী মাদ্রাসাসমূহ জাতীয়করণ করতে হবে এবং ২০১৮ সালের মাদ্রাসা নীতিমালা বাস্তবায়নসহ ৮ দফা দাবি তুলে ধরেন তারা। 

এরপর জেলা প্রশাসক হাবিবুর রহমানের মাধ্যমে প্রধানমন্ত্রী এবং শিক্ষামন্ত্রী বরাবর স্মারকলিপি দেন স্বতন্ত্র ইবতেদায়ী মাদ্রাসা শিক্ষক সমিতির নেতৃবৃন্দ।

এএইচ/


Ekushey Television Ltd.










© ২০২৪ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি