ঢাকা, শুক্রবার   ২৪ জানুয়ারি ২০২৫

নোয়াখালীতে ভাড়া বৃদ্ধির প্রতিবাদে মানববন্ধন

নোয়াখালী প্রতিনিধি

প্রকাশিত : ১৫:৫৫, ১৬ ফেব্রুয়ারি ২০২২

নোয়াখালীর প্রধান সড়কে চলাচলকারী সিএনজি এবং অটোরিকশার অতিরিক্ত ভাড়া বৃদ্ধি, পরিবহন খাতে অনিয়ম, ভাড়া নিয়ে নৈরাজ্য ও সরকারিভাবে ভাড়া নির্ধারণের দাবিতে নোয়াখালীতে মানববন্ধন করা হয়েছে।

বুধবার বেলা ১১টায় সাধারণ শিক্ষার্থী ও সর্বস্তরের জনগণের ব্যানারে মাইজদী টাউন হল মোড়ে ঘণ্টাব্যাপী এ কর্মসূচি পালন করে তারা। কর্মসূচিতে বিভিন্ন স্কুল, কলেজের শিক্ষার্থী ও সেচ্ছাসেবী সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

মাববন্ধনে বক্তব্য রাখেন ছাত্রনেতা ফারুক আল ফাহাদ, ফেরারী নেটওয়ার্ক এর সেচ্ছাসেবী ফাতেমা আক্তার, মানবিক ব্লাড ফাউন্ডেশনের সহ-সভাপতি রাকিব হোসেন, ধর্ম বিষয়ক সম্পাদক আবদুর রহমান, যুবনেতা মুহাম্মদ আবদুল্যাহ আল মাসউদ’সহ অনেকে।

বক্তারা বলেন, শিক্ষার্থীদের অর্ধেক ভাড়া এবং প্রতিটি রুটে সিএনজি ভাড়া সরকারিভাবে নির্ধারণ, সোনাপুর থেকে চৌমুহনী পর্যন্ত সিটি সার্ভিস চালু করতে হবে। প্রতিটি সিএনজির পিছনে কিলোমিটার অনুযায়ি ভাড়ার তালিকা প্রকাশ এবং যত্রতত্র সিএনজি পার্কিং বন্ধ করতে হবে। 

সাধারণ শিক্ষার্থী ও যাত্রীদের হয়রানির প্রতিরোধে প্রশাসনের কাছে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করার দাবি জানান তারা।

এএইচ/


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি